****

দিগদর্শন ওয়েব ডেস্ক: মঙ্গলবার সকালে লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২২ বি ১ এর রজত জয়ন্তী উপলক্ষে সংগঠনের নিজস্ব কার্যালয়ে থ্যালাসেমিয়া রোগীদের জন্য প্রায় দেড়শতাধিক রক্তদাতার কাছ থেকে রক্ত সংগ্রহ হলো। সারাবছর এই সমাজসেবী সংগঠন নানা সমাজসেবা মূলক অনুষ্ঠান করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা গভর্নর লায়োনেস মঞ্জু চামারিয়া , লায়ন্স ব্লাড ডোনেশন সেন্টারের চেয়ারপার্সন কৈলাশ খান্ডেলওয়ালা,জেলার ক্যাবিনেট সেক্রেটারির অন্যতম নীতু বয়েড ও নিমেশ চাকী। রক্তদান ছাড়াও ছিল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা। ছিল থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে ও রক্তদানের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের প্রচারসচিব বিজয় জৈন।