আন্তর্জাতিক এম এস এম ই দিবসে পালন করল ফ্যাসী ও সাউথ বেঙ্গল চেম্বার অফ কমার্স

***

দিগদর্শন ওয়েব ডেস্ক: সোমবার কলকাতার আই সি সি আর মঞ্চে আন্তর্জাতিক এম এস এম ই দিবস পালন করল ফ্যাসী ও সাউথ বেঙ্গল চেম্বার অফ কমার্স । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডব্লিউ বি এস আয়ার ডি সি’র চেয়ারম্যান ড: অভিরূপ সরকার , এই সংস্থার কার্যনির্বাহী পরিচালক নিখিল নির্মল, ব্যাংক অফ মহারাষ্ট্রের উচ্চতম আধিকারিক পি কে দাস ,রাজ্য সরকারের এম এস এম ই বিভাগের পরিচালক ড: ইউ স্বরূপ, ডব্লিউ বি সি এসের বিশেষ আধিকারিক সুস্মিতা মুখার্জি প্রমুখ।

বক্তারা রাজ্যের এম এস এম ই প্রকল্পের সাফল্যের কথা তুলে ধরার পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তাদের কাছে সরকারি সহযোগিতার কথা ব্যাপকভাবে তুলে না ধরতে পারার সীমাবদ্ধতার কথাও বলেন। ড: অভিরূপ সরকার পণ্য উৎপাদনের ক্ষেত্রে সুষ্ঠ পরিকল্পনা গড়ে তোলার পরামর্শ দেন। ইউকো ব্যাংকের এক আধিকারিক বিনা বন্ধকে ব্যবসার প্রয়োজনীয় ঋণদানের পরিষেবা দেওয়ার কথা উল্লেখ করেন। ব্যাংক কর্তৃপক্ষের বক্তব্য বন্ধকের চেয়ে জরুরী ব্যবসার সঠিক পরিকল্পনা ও উদ্যমী হওয়ার ইচ্ছা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *