******

দিগদর্শন ওয়েব ডেস্ক : আর জি কর কান্ড নিয়ে রাজ্যে যে আলোড়ন সৃষ্টি হয়েছে, যা রাজ্যের মহিলা নিরাপত্তার পদ্ধতিগত পরিবর্তনের প্রয়োজনীয়তাকে তুলে ধরছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো কলকাতাকে মহিলাদের জন্যই নিরাপদ শহর বললেও প্রতি লক্ষ জনসংখ্যার ৮৬.৫ টি এমন ঘটনার খতিয়ান আছে। সুতরাং সমালোচনা করার অধিকার প্রতিটি নাগরিকের আছে। সমালোচনা করায় মানে সরকারের বিরোধিতা নয়। সম্প্রতি কলকাতা প্রেস ক্লাবে নাগরিক চেতনা নামে এক সামাজিক সংগঠন আয়োজিত সাংবাদিক সম্মেলনে একথা বলেন অভিনেত্রী , পরিচালক অপর্ণা সেন।
নাগরিক চেতনার সংগঠনের আহ্বায়ক ডা: রত্না পর বলেন, নারী নির্যাতন এখন দেশজুড়ে জাতীয় উৎসবের পরিণত হয়েছে।আমরাত চাই রাজ্য প্রশাসন রাজ্যের ঘটনাগুলির নিয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করুক। নাগরিক চেতনা’র প্রতিষ্ঠাতা রিমঝিম সিনহা বলেন , আমরা প্রশাসনের কাছে আমাদের বক্তব্য একটি চিঠির মাধ্যমে প্রশাসনের প্রধান মমতা ব্যানার্জির কাছে কিছু দাবি ও পরামর্শ দিয়েছে।শুধু নাতীত বা তৃতীয়ত লিঙ্গের মানুষ নন সুরক্ষা বিভাগে যেসব মেয়েরা নানার প্রতিকূলতার মধ্যে কাজ করেন তাঁদের নিরাপত্তার দায় গ্রহণেরও কিছু পরামর্শ আমরা দিয়েছি। সমাজের বিভিন্ন স্তরে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয় সেমিনার, কর্মশালা ও অনুষ্ঠিত করায় পরামর্শ দেহয়া হয়েছে। গণ পরিবহনে শুধুমাত্র মহিলাদের জন্য ২৪×৭ প্যানিক বোতাম সহ বাস চালুর দাবি জানানো হয়েছে।শবরী ও গ্রামীণ নির্জন স্থানগুলি সিসিটিভি সহ আলোকিত করার দাবি জানানো হয়েছে।
অনুষ্ঠানের অন্যতম বক্তা ছিলেন কৃষক সংগঠনের নেতা অভীক সাহা। মুখ্যমন্ত্রীর কাছে পাঠানোর এই চিঠিতে সই করেছেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় চূর্ণী গাঙ্গুলি সমাজবিজ্ঞানী পার্থ চ্যাটার্জি , পরিবেশকর্মী বনানী কক্কর , প্রদীপ কক্কর,অভিনেতা, পরিচালক, নির্মাতা পরমব্রত চট্টোপাধ্যায় , কঙ্কনা সেনশর্মা, বিরশা দাশগুপ্ত , অনিরুদ্ধ রায়চৌধুরী ভারতীয় প্রাক্তন সাংসদ ও সংস্কৃতি সচিব জহর সরকার, লেখক অমিত চৌধুরী, নাট্য ব্যক্তিত্ব সোহাগ সেন , অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী, বিজ্ঞানী ড: দেবল দে সহিত ৭০ জন বিশিষ্ট ব্যক্তিত্ব।