**
দিগদর্শন ওয়েব ডেস্ক : মধ্য কলকাতায় এক বিলাসবহুল এপার্টমেন্টে আনন্দ ফিনান্সিয়াল সার্ভিসেসের উদ্যোগের আর্থিক স্বাধীনতা নিয়ে এক সেমিনারের আয়োজন হয়। উৎসাহী মানুষদের আর্থিক স্বাধীনতা নিয়ে সঠিক দিশা দেখান সংস্থার প্রধান আনন্দ গুপ্তা। অ্যাপার্টমেন্টের প্রায় ১০০ নিবাসী উপস্থিত ছিলেন। জীবনের শুরু থেকে আর্থিক সুরক্ষার এক পরিকল্পনা গ্রহণ করলে জীবনকে সুষ্ঠুভাবে উপভোগ করা সম্ভব। নির্ধারিত লক্ষ্যে পৌঁছতে বিভিন্ন আঙ্গিক সম্পর্কে একটি স্বচ্ছ ঘটনায় দেন। পাশাপশি কিভাবে আর্থিক বিনিয়োগ করা উচিৎ সেই সম্পর্কে আলোচনা করেন। তিনি ছোট থেকেই সঞ্চয়ের প্রয়োজনীয়তার কথা বলেনি।মাসীকে রোজগারের অন্তত ৩০ শতাংশ সঞ্চয়ের পরামর্শ দেন।
এই প্রতিবেদকের প্রশ্ন ছিল দৈনন্দিন মূল্য বৃদ্ধির চাপের মানুষ। শিক্ষা ও চিকিৎসা খাতের খরচে বেড়েছে।দিনদিন বিশ্ব বাজারে টাকার মুক্তির কমছের সেখানে ৩০ শতাংশ সঞ্চয় এক কঠিন বিষয়। সংস্থার প্রাণপুরুষআনন্দ গুপ্তা বলেন, বাস্তব সত্য, মূল্যবৃদ্ধি লাগামছাড়া। কিন্তু আমরা অনেক অপ্রয়োজনীয় খরচ করি নিজের অজান্তে। যেমন মোবাইল ফোন। লাখ টাকা দিয়ে মোবাইল কিনছি । কিন্তু প্রয়োজনীয়তা যাচাই করি না। হোটেল রেস্টুরেন্টে খরচ করি বেহিসাবি। এই সব ক্ষেত্রে রাশ টানা দরকার। তবে বাজারে আর্থিক বিনিয়োগে অনেক প্রলোভন বিজ্ঞাপিত হয়। সেই ফাঁদে না পড়ে উচিৎ বিনিয়োগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া।