*******
দিগদর্শন ওয়েব ডেস্ক : ওয়েব জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার রাজ্য সভাপতি ড: চন্দ্রচূড় গোস্বামী শনিবার কলকাতা প্রেস ক্লাব কর্তৃপক্ষকে মিছিল নিয়ে এসে এক ডেপুটেশন জমা দিলেন । সাংবাদিকদের জানান, ভারত সরকারের মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রড কাস্টিং স্বীকৃত সংগঠন তাঁদের। এই সংগঠন দেশের প্রায় সাড়ে তিনশ প্রথম সারির ডিজিটাল চ্যানেল ও ওয়েব জার্নালিস্ট যুক্ত। উদ্দেশ্য কয়েকহাজার অসুরক্ষিত ওয়েব জার্নালিস্টদের কর্মক্ষেত্রে নিরাপত্তার ব্যবস্থা করতে রাজ্য ও কেন্দ্রীয় প্রশাসনকে বাধ্য করা।
এই মুহূর্তে সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেলের জন্য সরকারি কিছু বিধি ও আইনি সুরক্ষা আছে। কিন্তু আগামীদিনে যে মাধ্যমটি সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠতে চলেছে সেই মাধ্যমটি সম্পর্কে কেন্দ্র রাজ্য কারো তরফেই নির্দিষ্ট কোনো আইনি বিধান নেই। ফলে ওয়েব সাংবাদিকরা নিরাপত্তার অভাবে অস্তিত্ব সংকটে পড়ছেন। এই দাবির ডেপুটেশন যেমন রাষ্ট্রপতি, ও মুখ্যমন্ত্রীর কাছে দেওয়া হচ্ছে তেমন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত আধিকারিকদের কাছে জমা দিচ্ছি।