*
দিগদর্শন ওয়েব ডেস্ক : শনিবার বিকেলে এস কে এন্টারটেনমেন্ট নিবেদিত আগুন প্রথম বাংলা ছবির পোস্টার, গান ট্রেলার, টিজার উদ্বোধনে উপস্থিত ছিলেন পরিচালক এম সুস্মিত ও প্রযোজক,সহ কলাকুশলী ও শিল্পীরা। ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রের শিল্পী সুমিত গাঙ্গুলি জানালেন স্পষ্ট বক্তা হিসেবে আমির অনেকের কাছে বিতর্কিত। তবু বলি, বাংলা ছবিতে কিছু নায়িকা থাকলেও নায়ক বলতে দেব, জিৎ ও অংকুশ। সোহম ভালো কেজেআর করছেন বটে কিন্তু নতুন নায়কদরকার।ইয়েট ছবিটি নায়ক নবাগত রাহুল সম্ভাবনাময়। পরিচালক এম সুস্মিত অল্প সময়ে যেভাবে দ্রুত দৃশ্যায়ন করেন সেটা প্রসংসার্ট যোগ্য।
ছবির মুখ্যত আকর্ষণ নায়ক রাহুল ও শিশুশিল্পী রিকি, নায়িকা পাপড়ি । ইতিমধ্যে ওড়িয়া ও ভোজপুরী ছবিতে পাপড়ি প্রশংসা পেয়েছেন।
ছবির অন্যান্য শিল্পীদের মধ্যে আছেন চাঁদনি,শ্রেয়সীর, শ্রাবণী, পিনাকী, শিশির এবং সুস্মিত গানুলির ও অন্যান্যরা। ছবিটি অল্প বাজেটের হলেও কাহিনীর আকর্ষণে দর্শকদের আশির্বাদ মিলনের বলে আশাপ্রকাশ করেছেন পরিচালক এম সুস্মিত।
********