দিগদর্শন ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার হুগলির খানাকুলে বিনামূল্যে এক স্বাস্হ্য শিবিরের আয়োজন করে কলকাতার ডিসান হাসপাতাল। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকার মানুষ। শারীরিক সমস্যাতেও আক্রান্ত হচ্ছেন। ডিসান হাসপাতালের গ্রুপ ডিরেক্টর শাঁওলি দত্তের পরিচালনায় এই স্বাস্থ্য শিবিরে জলবাহিত রোগ, সংক্রমণ ও অন্যান্য সাধারণ রোগকে গুরুত্ব দিয়ে চিকিৎসা করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা প্রয়োজনীয় ওষুধও বিতরণ করেন।
ডিসান হাসপাতালের পক্ষে গ্রুপ ডিরেক্টর শাঁওলি দত্ত বলেন, আমরা স্বাস্হ্যসেবা শিবিরে এমন এলাকাকে অগ্রাধিকার দিই যেখানে সবচেয়ে বেশি প্রয়োজন। বন্যা পরিস্থিতিতে আমরা সঠিক চিকিৎসা পরিষেবায় দিয়ে সামাজিক দায়বদ্ধতার প্রতিশ্রুতির রক্ষা করে চলেছি।