দিগদর্শন ওয়েব ডেস্ক: গত সেপ্টেম্বর মাসে এম জংশন সার্ভিসেস লিমিটেড দৃষ্টিহীন ছাত্রছাত্রীদের সফল ডিজিটাল অন্তর্ভুক্তি প্রকল্প জ্যোতি চালু করেছে। ঝাড়খণ্ড শিক্ষা প্রকল্প পরিষদ _ এর সাথে অংশীদারিত্বে, এই প্রকল্পের উদ্দেশ্য স্কুলস্তরের দৃষ্টিহীন শিক্ষার্থীদের শিক্ষায় ডিজিটাল সাক্ষরতা এবং অ্যাক্সেস যোগ্যতার সংমিশ্রণ ঘটিয়ে তাদের ক্ষমতায়ন করা যায় ফলে ইতিবাচক শিক্ষার সুযোগ ঘটবে। এই প্রকল্পে উপকৃত হবেন রাঁচি, গুমলা, খুঁটি, পূর্ব সিংভূম এবং সারাইকেলার ১০০ জন শিক্ষার্থী। উদ্যোগ নিচ্ছেন ৪০ জন শিক্ষক। এম জংশন একটি ১২ লক্ষ কোটি টাকার বিশ্বস্ত বি ২ বি সংস্থা। আন্তর্জাতিক এই সংস্থার কার্যালয় আছে অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাতে।