ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস, স্টেট আরবান ডেভলপমেন্ট ও কে এম ডি এর যৌথ উদ্যোগে কঠিন বর্জ্য পুনর্নবীকরণ ব্যবস্থা নিয়ে সেমিনার

*

দিগদর্শন ওয়েব ডেস্ক: প্রতিদিন কলকাতা শহর থেকে ৫ হাজার মেট্রিক টনের বেশি আবর্জনা সংগ্রহ করে কলকাতা পৌর নিগম। দিনদিন যা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। বলতে গেলে একমাত্র ধাপাই জঞ্জালে ফেলার জায়গা। যা বিপদসীমা ছাড়িয়ে যাচ্ছে। কলকাতার মত ঘনবসতি পূর্ণ এলাকায় প্রায় ১৫০ কম্প্যাকটার স্টেশন তৈরি হলেও যেভাবে দ্রুত কঠিন বর্জ্য পুনর্নবীকরণ ব্যবস্থা গ্রহণের প্রয়োজন ছিল সেটা সম্ভব হয়নি।

শুক্রবার সকালে সল্টলেকের সুডার কার্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত হয়েছিল বিভাগীয় কর্মীদের এক বিশেষ ট্রেনিং প্রোগ্রাম। আলোচনার সঙ্গে ছিল প্রশ্নোত্তর পর্ব। বক্তব্য রাখেন কে এম ডি এর চীফ ইঞ্জিনিয়র আশরাফুল হুসেন, ক্যাপ্টেন মঞ্জু মিনহাস, অধিকর্তা সব্যসাচী ধর ও অধ্যাপক অশোক আদক। উৎসুক বিভাগীয় পুরকর্মীদের কঠিন বর্জ্য নিষ্কাশন ও পুনর্নবীকরণ সম্পর্কে বৈজ্ঞানিক সূত্র বিশদ ব্যাখ্যা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *