*
দিগদর্শন ওয়েব ডেস্ক: স্মার্ট ফোনের দুনিয়ায় বনেদিয়ানার শেষ কথা আই ফোন। শুক্রবার বিকেলে পার্ক সার্কাস কোয়েস্ট মল সংলগ্ন খোসলা ইলেট্রনিকস শো রুমে প্রথম আনুষ্ঠানিক প্রকাশ হল আই ফোন ১৬ সিরিজের সর্বশেষ মডেল দুটি। একটি আই ফোন ১৬ ও অন্যটি আই ফোন ১৬ প্রো। মানে ভারে আইফোন জারা হাটকে। সুতরাং একটু আর্থিক সংগতি যাঁদের আছে তাঁদের স্বপ্নের ফোন আইফোন । খোসলা ইলেকট্রনিক্সের পক্ষে জানানোর হলো, কলকাতায় প্রথম পার্কসার্কাস সংলগ্ন এই ব্রাঞ্চ থেকে ১৬ সিরিজের যে কটি ফোন রাখা গিয়েছিল নিমেষে বিক্রি হয়ে গেছে। শর্তসাপেক্ষে মিলছে বিশেষ ছাড়। এ আই প্রযুক্তি ব্যবহৃত হয়েছে ১৬ সিরিজের ফোন মডেলগুলিতে। বেশ কয়েকটি আকর্ষণীয়রঙে মিলছে আই ফোনের নতুন সিরিজ।