ড্রাইভিং নারী প্রোগ্রামে এখন জন পরিবহনে নামছে ইন ড্রাইভের মেয়ে চালকেরা

*

শ্রীজিৎ চট্টরাজ: দেবী পক্ষের মাত্র কয়েকদিন বাকি। আন্তর্জাতিক ইনড্রাইভ অ্যাপ জন পরিবহন পরিষেবা সংস্থা এখন স্কুটার পরিবহনে ড্রাইভিং নারী প্রকল্প চালু করল। আর্থিক স্বাধীনতায় স্বাবলম্বী করতে মেয়েরা এখন পথে নামছে দুচাকা পরিবহন পরিষেবা নিয়ে। পেশাদার চালক হিসেবে মেয়েরা এখন রাজপথ দাপিয়ে বেড়াবে।

বুধবার মেট্রোপলিটন বাইপাস সংলগ্ন এক পাঁচতারা হোটেলে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা বিক্রান্ত ম্যাসি বলেন ড্রাইভিং নারী প্রচারাভিযান ইন ড্রাইভের সমাজিক দায়বদ্ধতা পালন করা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সংস্থার এশিয়া প্যাসিফিক কমিউনিকেশন লিড পবিত্র নন্দা আনন্দ বলেন, জীবন বদলে দিচ্ছে ড্রাইভিং নারী পেশাদার ড্রাইভার হতে উৎসাহিত করছি।প্রোগ্রাম। আমরা মহিলাদের আত্মবিশ্বাসী করছি। নির্বাচিত মহিলাদের জি পি এস যুক্ত বৈদ্যুতিক স্কুটি প্রদান করছি। নারী ক্ষমতায়ন শ্রমশক্তিতে মহিলাদের অন্তর্ভুক্তি এক নতুন দিশা দেখাবে। বিভিন্নপেশায় যেসব মেয়েরা পথে ঘাটে চলাফেরা করেন তাঁরা ইন ড্রাইভ অ্যাপ বুক করে নারী চালক পরিষেবার সুযোগ পাবেন।

ইন ড্রাইভ দক্ষিণ এশিয়ার জি টি এম ম্যানেজার অভীক কর্মকার বলেন, ড্রাইভিং নারী ইন ড্রাইভ এর একটি উদ্যোগ যায় মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করছে। ইন ড্রাইভ এর ভারতীয় কান্ট্রি ম্যানেজার প্রতীপ মজুমদার বলেন মহিলারা বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ দক্ষতা দেখাচ্ছেন যার অন্যতম ড্রাইভিং । রক্ষা ফাউন্ডেশনের ম্যানেজিং ট্রাস্ট্রি চৈতালি দাস বলেন আমরা ইন ড্রাইভ এর সঙ্গে এই উদ্যোগে অংশগ্রহণ করে গর্বিত। একদিকে ব্যাটারি পরিচালিত দূষণমুক্তস্কুটি অন্যদিকে মহিলাদের ক্ষমতায়ন কলকাতার বুকে এক নতুন যুগের সূচনা করল।

ড্রাইভিং নারী প্রোগ্রামে যে সব সুবিধে ইন ড্রাইভ সংস্থা প্রদান করছে, তারমধ্যে রয়েছে ড্রাইভিং প্রশিক্ষণ, ড্রাইভিং লাইসেন্স, বৈদ্যুতিক স্কুটি প্রদান, স্মার্টফোন , ইন ড্রাইভ প্ল্যাটফর্মে নিবন্ধন, কোনও সার্ভিস ফি ছাড়াই আয়, চিকিৎসা বীমা,সেফর ড্রাইভের জন্য হেল্প লাইন ও সেফটি ডিভাইস প্রদান সার্বিকভাবে নারী চালকদের মানসিক , দৈহিক নিরাপত্তা জোগাবে। সঙ্গে রোজগারের সুযোগ। এবার পুজোয় সবুজ পোশাকে নারী স্কুটি চালক শুধু জন পরিবহন পরিষেবদেবে শুধু নয়, সমাজ চালনার প্রতীক হিসেবে স্বীকৃত হলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেকনো শিক্ষা সংস্থার অন্যতম আধিকারিক সুজয় বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *