দিগদর্শন ওয়েব ডেস্ক : রবিবারে বিকেল। হাওড়া ময়দান সংলগ্ন অঞ্চল পুজোর বাজারের ক্রেতাদের ভিড়। এরমধ্যেই বেজে উঠল ঢাকের বাদ্যি। ভেসে এলো দুগ্গা এলো এক মিউজিক ভিডিওর গান। কৌতূহলী জনতা জড় হলেন হচ্ছেটা কি দেখতে। আসলে সিটি বাজার মেট্রো বিপণির পুজোর মিউজিক ভিডিও প্রকাশের প্রস্তুতি চলছে। ভিডিওর বিষয়বস্তু সিটি মেট্রোতে কেনাকাটা শুধু সাশ্রয়ী নয়, ফ্যাশনের শেষ কথা। একটি আকর্ষনীয় অণুগল্পকে চিত্রায়িত করা হয়েছে। অভিনয়ে অভিনেতা দম্পতি সৌরভ দাস ও দর্শনা বণিক। সন্ধের কিছু পরে যখনএই শিল্পী জুটি এসে পৌঁছলেন ভিড়ের চাপে নাজেহাল অবস্থা।
দর্শনা জানালেন এই মলের সব কিছুই সেরা। তবে আমার নজর কেড়েছে নানা ধরণের বাহারি শাড়ি। প্রত্যেকের সামর্থের সঙ্গে সংগতি রেখে স্টক। সৌরভ বললেন, তাঁর পছন্দ পুজোয় পাঞ্জাবি। সিটি বাজার মেট্রোর প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর সূর্য প্রকাশ বৈদ জানান , আমাদের সাফল্যের কারণ ফ্যাশনের শেষ কথা বলতে যা বোঝায় তাই যেমন সংগ্রহে রেখেছি তেমন ন্যায্য দাম রেখেছি প্রত্যেকের ক্রয় ক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে শুধু জামাকাপড় নয়, আনুষাঙ্গিক কিছু পণ্যও মিলছে সিটি বাজার মেট্রোতে।
২০০৬ সালে প্রতিষ্ঠিত সিটি বাজার মেট্র ভারতের চারটি রাজ্যে ৪০টিরও বেশি শাখা আছে। সব বয়সী গ্রাহকদের উপযোগী পণ্যের বিশাল সম্ভার নিয়ে খুচরো বাজারে এক বিপ্লব এনেছে সিটি বাজার মেট্রো। অস্বীকারের উপায় নেই মিউজিক ভিডিওটি দর্শক ক্রেতাদের নজর টানছে।