“
দিগদর্শন ওয়েব ডেস্ক: শুক্রবার কলকাতার নারায়ণা হাসপাতালে ও আর এন টেগোর হাসপাতাল কর্তৃপক্ষ ভারতের খ্যাতনামা চিকিৎসক বিশেষজ্ঞদের নিয়ে এ আই প্রযুক্তি ব্যবহারে গ্যাস্ট্রো এনট্রারোলজি, লিভার ট্র্যান্সপ্ল্যান্ট ও অঙ্গদানের সচেতনা সম্মেলন অনুষ্ঠিত হল কলকাতার পূর্বপ্রান্তের এক বিলাসবহুল হোটেলে।
এই উপলক্ষে শুক্রবার দুপুরে সংবাদিকদের সঙ্গে মিলিত হলেন এই দুই হাসপাতালের বিশেষজ্ঞরা। গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ও হেপাটোলজিস্ট কনসালটেন্ট ডা: সন্দীপ পাল জানালেন, এ আই প্রযুক্তি অন্যান্য বিষয়ের সঙ্গে চিকিৎসাবিজ্ঞানে এক নতুন দিশা দেখাচ্ছে। আমরা চিকিৎসার ক্ষেত্রে এই প্রযুক্তির সহযোগিতায় রোগীদের জীবনের মানোন্নয়নে এক ইতিবাচক ভূমিকাকে দ্রুত বাস্তবায়িত করবে। আমদের সন্মেলনে অঙ্গদানের প্রয়োজনীয়তার কারণে নাগরিক সচেতনতা বৃদ্ধির উপায় নিয়েও আলোচনা থাকছে।
নারায়ণা হেলথের গ্রূপ সি ও ও আর ভেঙ্কটেশ বলেন, ভারতে লিভার সংক্রান্ত রোগ ক্রমশ বাড়ছে। উদাসীনতার জন্য রোগের অন্তিম পর্যায়ে পৌঁছে গেলে লিভার প্রতিস্থাপন করা ছাড়া উপায় থাকে না। তব ক্রমশ জনসচেতনাবৃদ্ধি পাচ্ছে। নারায়ণা হাসপাতাল ও আর এন টেগোর হাসপাতালের পরিচালক ও কর্পোরেট গ্রোথ ইনিশিয়েটিভ , নারায়ণা হেলথ ( ইষ্ট) অভিজিত সি পি বলেন, আমরা আধুনিক প্রযুক্তি ব্যবহারে পথিকৃৎ হিসেবে গর্বিত। রোগী পরিষেবায় ক্ষেত্রে আমরা মান বজায় রাখার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ।