শিরোনাম

আর জি কর কাণ্ডের প্রতিবাদে বিদ্যাসাগর সমাজকল্যাণ পুরষ্কার ফিরিয়ে দিলেন ডা: অশোককুমার প্রধান

*

দিগদর্শন ওয়েব ডেস্ক : ডেল কার্নেগি বলেছিলেন মানুষ অর্থের পিছনে ছোটে, আরও বেশি গতিতে ছোটে খ্যাতি, যশ, স্বীকৃতি ও সম্মানের জন্য। কিন্তু ব্যক্তি স্বার্থ উপেক্ষা করে সামাজিক ন্যায় প্রতিষ্ঠার জন্য নিজের প্রাপ্য সম্মান যিনি হেলায় ফিরিয়ে দিতে পারেন তিনিই মানবিকতার চরম নিদর্শন।সম্প্রতি কণ্ঠিবাড়ি পথের দিশারী সমাজকল্যাণ দফতরের পক্ষে চিকিৎসক অশোক প্রধানকে বিদ্যাসাগর সমাজকল্যাণ পুরষ্কার অর্পণ করে সম্মানিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু সাম্প্রতিককালে আর জি কর কাণ্ডে রাজনৈতিক ও সামাজিক অচলাবস্থায় মানসিকভাবে বিধ্বস্ত থাকায় তাঁর পক্ষে কোনো সম্মান গ্রহণ সম্ভব নয়। একথা জানিয়েছেন ক্যান্সার বিশেষজ্ঞ প্রখ্যাত হোমিপ্যাথিক চিকিৎসক অশোক কুমার প্রধান।

তিনি আরও বলেন, যে সংস্থা আমাকে সম্মানিত করার বিবেচনা করেছেন আমি তাঁদের প্রতি কৃতজ্ঞ। সম্মানিত। তবে এই মুহূর্তে শুধু একটি দাবি, এই অপরাধের যথার্থ বিচার চাই। লক্ষ কন্ঠে এই দাবি প্রতিধ্বনিত হোক আকাশে বাতাসে। মনে রাখা দরকার, রবীন্দ্রনাথ বলেছেন, অন্যায় যে করে আর অন্যায় যে সহে , তব ঘৃণা যেন তারে তৃণসম দহে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *