২৪ আগষ্ট শ্রাবণে বর্ষিত হবে শুভা মুদগলের একক ভজন সন্ধ্যা

*

দিগদর্শন ওয়েব ডেস্ক : সাম বেদের স্তোত্র সঙ্গীতের আধুনিকীকরণই ভজন । বৈষ্ণব তন্ত্রের প্রভাবে ভক্তিরসের জারকে সিঞ্চিত শব্দ ও সুরের সহাবস্থান যুগযুগ ধরে ঈশ্বরের প্রতি আধ্যাত্মিক নিবেদন হয়ে বর্ষিত হয়ে আসছে। সোমবারজন্মাষ্টমী। স্বয়ং শুভা মুদগল কলকাতায় আসছেন ভজন সন্ধ্যা উপহার দিতে। এই সুযোগ করে দিচ্ছে সংস্কৃতি সাগর।২৪ আগষ্ট ভারতীয় বিদ্যা ভবনে সন্ধ্যায় বসছে ভজনের আসর।

শিল্পী জানিয়েছেন, জন্মাষ্টমী উপলক্ষে যেমন তিনি কৃষ্ণ ভজন শোনাবেন তেমনই সগুন নির্গুণ প্রাচীন ধারার ভজন , সুফিও শোনাবেন। গুরু নয়না দেবীর সঙ্গে কলকাতায় প্রথম এসেছিলেন শুভা মুদ্গল। তানপুরায় সঙ্গত করেছিলেন। কিছুটা গলাও মিলিয়েছিলেন। এবারের অনুষ্ঠানে শিল্পীর সঙ্গে তবলায় সঙ্গত করবেন পণ্ডিত অন্বেশ প্রধান, হারমোনিয়ামে থাকবেন পণ্ডিত সুধীর নায়েক ও পারকাশনে সঙ্গত করবেন সিদ্ধার্থ পদিয়ার। টিকিটের চাহিদা যত বাড়ছে ততই অধৈর্য হয়ে পড়ছেন ভজনপ্রেমীরা । জন্মাষ্টমীর দুদিন আগেই কৃষ্ণপ্রেমে মজবেন কলকাতার মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *