বিজনেস অ্যান্ড বিয়ন্ড ২০১৪ মেলা সব পেয়েছির আসর

*

দিগদর্শন ওয়েব ডেস্ক: তিনদিনব্যাপী বিজনেস নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল ( বি এন আই সি বি ডি এ ও উত্তর শাখার উদ্যোগে কলকাতার পূর্ব প্রান্তে বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হল উদ্যোগীদের সব পেয়েছির আসর। আন্তর্জাতিক মানের এই মেলায় অংশ নিয়েছে ৩০০ টিরও বেশি সংস্থা। প্রতিদিন এই মেলায় আসছেন প্রায় ৫০ হাজার দর্শক ও ক্রেতা সাধারণ। নিজেদের সংস্থার পরিচয় নিয়ে হাজির হয়েছেন মাঝারি শিল্পপতি সহ ছোট ছোট উদ্যোগীরা। সংগঠনের কার্য নির্বাহী পরিচালক বিমল সামল, রাহুল আগরওয়াল ও রাহুল মোহাতার নেতৃত্বে গত ১১ বছরে বিশ্বব্যাপী এই সংগঠন শাখার ব্যাপ্তি ঘটেছে।

মেলা কমিটির চেয়ারম্যান দীপক শর্মা সাংবাদিকদের জানান, ব্যবসায়ী সংস্থাগুলি নিজেদের মধ্যে পরিচয় স্থাপন করে ব্যবসা সম্প্রসারণেরএক সুযোগ পান এই সংগঠনের সভ্য হিসেবে। শুধু দেশেই এই সম্পর্ক গড়ে ওঠেন বিশ্বময় সংযোগ গড়ে ওঠে। বিমল সামল বলেন প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের সঙ্গে নতুন প্রজন্মের উদ্যোগীরা পরিচিত হওয়ার সুযোগ পান। অভিজ্ঞতার নিরিখে সংগঠনকে সফল প্রয়াস হিসেবে চিহ্নিত করছেন কমিটির কো – চেয়ারম্যান সুনীল মাল পানি, রাজেশ আগরওয়াল ও কিউ ইন্ড্রাস্ট্রিয়াল পার্কের প্রতিষ্ঠাতা এবং শীর্ষ সম্মেলনের শীর্ষক প্রায়োজক নবীন সরাফ। উপস্থিত ছিলেন এঁরাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *