সেতার আর চিত্রকলার যুগলবন্দি শ্রাবণ

দিগদর্শন ওয়েব ডেস্ক: ফার্সি শব্দ সেহ ও তার। খ্রিস্ট ১৩ শতাব্দীর আবিষ্কার এই বাদ্যযন্ত্রের ছিল তিনটি তার। সেহ শব্দের অর্থ তিন। অর্থাৎ তিন তার বিশিষ্ট একটি বাদ্যযন্ত্র। এর বহুবছর পর তানসেনের বংশধর ওস্তাদ মসিদ খাঁ এর কনিষ্ঠ পুত্র বিলাস খাঁ আরও দুটি তার যুক্ত করে সেতার বাদ্যযন্ত্রটিকে পূর্ণতা দেন। বলা হয় ভারতে পারস্য থেকে আদি সেতার বাদ্যযন্ত্রটি নিয়ে আসেন আমীর খসরু। নবাব ওয়াজেদ আলীর হাত ধরে বিরিয়ানি যেমন কলকাতা চিনেছিল তেমন সেতারের জন্য বাঙালি ওয়াজেদ আলীর কাছে কৃতজ্ঞ। ঠাকুর পরিবার থেকে আম বাঙালির ঘরে সেতার পৌঁছয়। আমরা চিনেছি রবিশঙ্করকে। এহেন সেতারে ঝঙ্কার তুলবেন শিল্পী দীপাঞ্জন গুহ । তাঁকে যোগ্য সঙ্গত করবেন তুলির টানে চিত্রকর শুভাশিস সাহা।
অভিনব অনুষ্ঠান শ্রাবণ পরিবেশিত হতে চলেছে ১৪ আগস্ট কলকাতার বিড়লা একাডেমীতে।

পণ্ডিত কুশল দাসের শিষ্য দীপাঞ্জন গুহ ইউরোপ , আমেরিকাসহ বিশ্বের নানা দেশে উচ্চাঙ্গ সঙ্গীতের সুরের রোশনাইতে অনুরাগীদের দাবি মেটান। আমেরিকায় তাঁকে দি মাস্টার অব ক্রিয়েটিং মুডস থ্রু মেলোডিজ হিসেবে অভিহিত করেছে। সেতার ছাড়াও দীপাঞ্জন একজন পর্বতরোহী ও লেখক। কম্পিউটার সায়েন্সে স্নাতক দীপাঞ্জন তাঁর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পেয়েছেন বেস্ট অলরাউন্ড গ্র্যাজুয়েটের স্বীকৃতি। অন্যদিকে সমসাময়িককালে একজন প্রতিশ্রুতিবান চিত্রকর শুভাশিস সাহা কলকাতা সরকারি আর্ট কলেজের ও শান্তিনিকেতনের কলা ভবনের ছাত্র। দেশের বিভিন্ন প্রান্তে তাঁর ছবি প্রশংসিত হচ্ছে। দীপাঞ্জন গুহের সেতার আর শুভাশিস সাহার যুগলবন্দী শ্রাবণ একটি অনবদ্য নির্মাণ পরিবেশিত হবে। গত বসন্তে একবার মঞ্চস্থ হয়েছে। এবার শ্রাবণসন্ধায় দ্বিতীয়বার নিবেদিত হতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *