প্রয়াত কবি তমালিকা পন্ডা শেঠের ৬৮ তম জন্মদিনে সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান হলদিয়ায়

*

শ্রীজিৎ চট্টরাজ : কাল রাতে সিদ্ধান্ত নিয়েছি _ বৌদ্ধ ধর্মে দীক্ষা নেব,,, আমি আর কারো নয়, আমি শুধু নালন্দার শিলা গৃহে কাষায় কৌপীনে এক বৌদ্ধ ভিক্ষুণি। সত্যিই আমি আর পারি না নীলাঞ্জন,,, প্রতিটি রাত এখন সহমরণের রাত,,,,,,, এই শব্দ বন্ধের স্রষ্টা প্রয়াত তমালিকা পণ্ডাশেঠ।একাধারে বিধায়ক , হলদিয়ার পুর প্রশাসক , পারিবারিক দায়ভার অন্যদিকে কাব্য ও সাহিত্য চর্চায় দিনযাপন , এই ছিল হলদিয়ার রাজনৈতিক ইতিহাসের এক অতীত সাদাকালো ল্যান্ডস্কেপের নায়ক লক্ষ্মণ শেঠ জায়া প্রয়াত তমালিকা পণ্ডা শেঠের জীবনযাপন। বন্দরনগরী হলদিয়ার দেভোগ গ্রামের ভূমিকন্যা। দর্শনের ছাত্রী। গৃহবধূ, পুর প্রশাসক, বিধায়িকা, বাম রাজনীতির নেত্রী প্রতিটি ভূমিকায় ছিল তাঁর স্বচ্ছন্দ বিচরণ। তাঁর অকাল প্রয়াণ বাংলা কাব্য সাহিত্য জগৎ একজন কৃতি কবিকে হারিয়েছে।১৯ টি কবিতা গ্রন্থ ও আমার শিকড়ে জল দাও নামে এক প্রবন্ধ গ্রন্থেরও রচয়িতা ছিলেন তিনি।

মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত সাহিত্য আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মধ্য দিয়ে পালিত হল প্রয়াত কবির ৬৮ তম জন্মদিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজ্যের মৎস্য মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী এবং লব্ধ প্রতিষ্ঠ সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। ছিলেন কবি নলিনী বেরা , শ্যামলকান্তি দাস , ড: অরুণাভ মিশ্র রাজনীতিক সমীর পুতুতুন্ড, অনুরাধা দেব, বুলা চৌধুরী, সঞ্জীব চক্রবর্তী,চিত্রা লাহিড়ী প্রমুখ। বটবৃক্ষের চারায় জল সিঞ্চন করে অনুষ্ঠানের শুভারম্ভ করেন স্বামী লক্ষ্মণ শেঠ।

পারিবারিক স্তরে অনুষ্ঠান পরিচালনা করেন প্রাক্তন সাংসদ লক্ষণ শেঠ, স্ত্রী মানসী শেঠ, পুত্রদ্বয় সায়ন্তন শেঠ, সুদীপ্তন শেঠ , দুই পুত্রবধূ । আমন্ত্রিত বক্তারা প্রত্যেকে প্রয়াত কবির স্মৃতিচারণ করে তাঁর জীবনের উপলব্ধির ব্যাখ্যা করেন। প্রয়াত স্ত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়ে লক্ষ্মণ শেঠ বলেন, তমালিকা জীবনের অনুভূতিগুলিকে শব্দের চয়নে জীবনের ক্যানভাস চিত্রিত করেছেন , যেটা সহজ কাজ নয়। শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেন, আমি কবিতা না লিখতে পারলেও কবিতার প্রতি আমার দুর্বলতা আছে। তাইতো তমালিকার সঙ্গে আমার পরিচয় সামান্য দিনের হলেও লক্ষ্মণ শেঠ ও তমালিকার সঙ্গে একটা অদৃশ্য বন্ধনে যুক্ত হয়ে গেছি বলে এই বয়সের ভারে ভারাক্রান্ত শরীরের বিদ্রোহকে অবজ্ঞা করে প্রতি বছর চলে আসি।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সম্মানিত করা হয় বিশিষ্ট ব্যক্তিত্বদের। হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির সত্যেন্দ্র নাথ বসু অডিটোরিয়াম ছিল কানায় কানায় পূর্ণ। সংবাদ সাপ্তাহিক আপনজন ও ইন্ডিয়ান সেন্টার ফর অ্যাডভান্সমেন্ট অফ রিসার্চ অ্যান্ড এডুকেশন হলদিয়া আয়োজিত অনুষ্ঠানে প্রয়াত কবি তমালিকা পণ্ডা শেঠের স্বরচিত কবিতা নিজ কণ্ঠের রেকর্ডিং পরিবেশন ছিল বাড়তি পাওনা। উপস্থিত সবাইকে স্বাগত জানান প্রয়াত কবি প্রতিষ্ঠিত আপনজন সাপ্তাহিক পত্রিকার সহ সম্পাদক আশিস মিশ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *