বি এন আই কলকাতা সি বি ডি (এ) এবং তিনদিনব্যাপী উত্তর বিজনেস অ্যান্ড বিয়ন্ড ২০২৪ সামিট করছে ৯ আগস্ট থেকে

*

দিগদর্শন ওয়েব ডেস্ক: ড: ইভান মিসনারবিশ্বের ভবিষ্যত পরিস্থিতি অনুধাবন করে ১৯৮৫ সালে প্রতিষ্ঠা করেন বিজনেস নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল । সংক্ষেপে যা বি এন আই নামে পরিচিত। এই মূহূর্তে ৭৯ টি দেশে ১১ হাজার ১৭২ বেশি প্রদেশে ৩ লক্ষ ২৭ হাজার ২১৯ সদস্য আছে। সংগঠনের সদস্যদের মধ্যে সংযোগে বিশ্বব্যাপী ১৪.০৬ মিলিয়ন রেফারেল পাস করেছে যারফলে ১ লক্ষ ৮৩ হাজার ৭৬২ কোটি টাকার বেশি ব্যবসা হয়েছে। ব্যবসায়িক সংযোগ বৃদ্ধিতে আগামী ৯ আগস্ট থেকে ১১ আগস্ট বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে আয়োজন করতে চলেছে বিজনেসঅ্যান্ড বিয়ন্ড ২০২৪ সামিট ।

এই উপলক্ষে কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে উপস্থিত হন সংগঠনের উত্তর প্রান্তের নির্বাহী পরিচালক বিমল সামল , রাহুল আগরওয়াল, ও রাহুল মোহাতা। বক্তারা বলেন,২০১৭ ও ২০১৯ সালে বিশ্বের একনম্বর অঞ্চল হিসেবে স্থান পেয়েছে। সামিট কমিটির চেয়ারম্যান দীপক শর্মা বলেন, সামিটে অংশগ্রহণকারী ব্যবসায়ী সংস্থা , নতু স্টাটআপদের জন্য একটি ব্যতিক্রমী সামিট হতে চলেছে। এবারের অনুষ্ঠানে আসছেন দুহাজারের বেশি উদ্যোক্তা ও ১ লাখের বেশি উৎসাহী দর্শক উপস্থিত হবেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কমিটির কো- চেয়ারম্যান সুনীল মালপানি ও রাজেশ আগরওয়াল ও কিউ ইন্ডাস্ট্রিয়াল পার্কের প্রতিষ্ঠাতা নবীন সরাফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *