পর্ব: ৩২
কর্নাটকে দেবদাসী প্রথা আজও গোপনে
সুজিৎ চট্টোপাধ্যায় : এমন ভাবার কোনো কারণ নেই যে এখন দেবদাসী প্রথা আজ বিলুপ্ত। আজও কর্ণাটক অন্ধ্র ও মহারাষ্ট্রের কোনো কোনো মন্দিরে গুপ্তভাবে সেবিকার নামে দেবদাসী প্রথা আছে। আজও দুবছর থেকে পঁচিশ বছর বয়সী মেয়েদের দেবতার উদ্দেশ্যে সমর্পণ করা হয় এই সম্পর্কে বেশ কিছু বছর আগে প্রয়াত স্মিতা পাতিল অভিনীত গিধ ছবিটি এই তথ্যকে মান্যতা দেয়।২০১৭ সালে সংবাদে প্রকাশ পায়, তামিলনাড়ুর তিরুভাল্লুরের একটি মন্দিরে নাবালিকা মেয়েদের নিবেদন করার ঘটনা। দেবী মাথাম্মার কাছে নিবেদন করা হয়। সাধারণত দরিদ্র পরিবার নারী সন্তানের প্রতিপালনে অক্ষম হলে পুরোহিতদের পরামর্শে দেবতার সাথে মেয়ের বিয়ে দেয়। যদিও সরকারিভাবে বিষয়টি স্বীকার করা হয়নি। ২০০৬ সালে জাতীয় মহিলা কমিশন ভারতে ৪৪ হাজার থেকে ২ লক্ষ ৫০ হাজার দেবদাসী খুঁজে পায় কর্ণাটক অন্ধ্রপ্রদেশ ও মহারাষ্ট্রে। সেক্ষেত্রে দেবদাসী শব্দের বদলে যোগিনী শব্দ ব্যবহার হয়।
সংবাদে এও প্রকাশ পেয়েছে, কর্নাটকে দেবদাসী প্রথা আইনতঃ নিষিদ্ধ হওয়ার চার দশক পরেও বিজয়নগর জেলায় মেয়েদের ভগবানে নিবেদিত করা হচ্ছে। ২১ বছর বয়সী সরিতা ২০২২ সালে অনুষ্ঠানের একদিন আগে জানতে পারেন, তাঁকে দেবদাসী হিসেবে উৎসর্গ করা হবে। কারণ তিনি ছিলেন চারমাসের গর্ভবতী। সম্ভবত প্রেমিকের ঔরসে সন্তান। কিন্তু প্রেমিকের নাম বলতে চাননি। কিম্বা ধর্ষণের অভিযোগ জানাতে পারেননি বাহুবলির ভয়ে।
তামিলনাড়ুর ইয়েলাম্মা মন্দিরে সেবিকার নামে দেবদাসী প্রথা আজও।
উত্তর কর্ণাটকের সৌন্দত্তি। সেখানে আছে রেণুকা ইয়েলাম্মার মন্দির । এই দেবী পুরাণের জমদগ্নি মুনির স্ত্রী। এই মুনি ছিলেন দুর্বাসা মুনির মতই বদরাগী। একদিন রেণুকা নদীতে জল আনতে গিয়ে এক গন্ধর্বকে দেখে মোহিত হন। অনেকক্ষণ না ফেরায় মুনি যোগবলে জানতে পারেন স্ত্রীর স্খলন। পুত্র পরশুরামকে আদেশ দেন মাতৃহত্যার। পিতার আদেশে মাকে বধ করেন পরশুরাম। পিতা খুশি হয়ে পুত্রকে বর দিতে চাইলে পরশুরাম বলেন, মায়ের জীবন দান চান। পুত্রের কাছে প্রতিশ্রুতিবদ্ধ পিতা এক শুদ্রানীর মুন্ড কেটে স্ত্রীর দেহে বসিয়ে জীবনদান করেন । স্ত্রী স্বামীর পদতলে লুটিয়ে ক্ষমাভিক্ষা করায় মুনি বর দেন রেণুকা দেবী হিসেবে মর্তে পুজো পাবেন। মেয়েরা তাঁর চিরকালের দাসী হয়ে থাকবে ও পুত্রকে সেবা করবে। তারপর থেকে এই মন্দিরের বাসিন্দা মেয়েরা পুরুষদের যৌনসুখ দিয়ে আসছে। এই মন্দিরে একটু পুরানো হয়ে গেলে দেবদাসীরাবিক্রি হয়ে যায় মেয়েরা মুম্বাইয়ের পতিতালয়ে। ( চলবে)
আগামী পর্ব ৫ আগস্ট সোমবার