দিগদর্শন ওয়েব ডেস্ক: সম্প্রতি কলকাতায় টাইমস অফ ইন্ডিয়া আয়োজিত টাইমস বিজনেস অ্যাওয়ার্ড পেলেন রাজ্যের শীর্ষস্থানীয় নিয়োগ পরামর্শদাতা সংস্থার তরফে প্রতিষ্ঠাতা অর্ঘ্য সরকার। অভিনেতা , বিনিয়োগকারী ও উদ্যোক্তা সুনীল শেট্টি ছিলেন অনুষ্ঠানে বিশেষ অতিথি। টাইমস গ্রুপের এই উৎসাহিত করার অনুষ্ঠানের প্রশংসা করেন।
এ আই প্রযুক্তিকে সম্বল করে কোনো আর্থিক খরচ ছাড়াই নিয়োগ মন্ত্র সংস্থা চাকরি অনুসন্ধানে সহায়তায় ব্রতী। রিক্রুটোপিয়া প্রকাশনা ও ইতিবাচক আলোচনার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পর্ক স্পষ্ট ধারনা নির্মাণ করে এই সংস্থা। টাইমস গ্রুপ নিয়োগ শিল্পে রত সংস্থাগুলিকে উৎসাহিত করে শ্রেষ্ঠত্বের নিরিখে এই বছর নিয়োগ মন্ত্র সংস্থাকে নির্বাচিত করেছে। অর্ঘ্য সরকার বলেন, এই স্বীকৃতি ভবিষ্যতে কাজে উদ্যম এনে দেবে।