সুজিৎ চট্টোপাধ্যায় : ভেনজুয়েলায় তৃতীয়বারের জন্য ৫১.২ শতাংশ ভোট পেয়ে আবার ক্ষমতায় ফিরল প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পার্টি।৬১ বছর বয়সী মাদুরো এবার ক্ষমতায়নাও ফিরতে পারেন এমন একটা আভাস ছিল। কিন্তু জনমত সমীক্ষাকে ভুল প্রমাণিত করে সদর্পে ক্ষমতায় ফিরলেন মাদুরো। ফল প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে প্রেসিডেন্ট মাদুরোকে অভিনন্দন জানান রাশিয়ার প্রেসিডেন্টপুদিন। তিনি ভেনজুয়েলার নব নির্বাচিত নেতাকে রাশিয়া সফরেরও আমন্ত্রণ জানিয়েছেন পুদিন। উল্লেখ্য করা যেতে পার, দক্ষিণ আমেরিকায় রাশিয়ার সামরিক ও বাণিজ্যিক মিত্র দেশ ভেনজুয়েলা।
বিরোধী নেতা এডমান্দো গঞ্জালেস।
গণতন্ত্রী দেশ হিসেবে পুদিন ভেনজুয়েলার প্রশংসা করুন না কেন বাস্তবে দেশের অর্থনৈতিক সংকট এমন জায়গায় যে সে দেশের মেয়েরা বাধ্য হচ্ছেন পতিতাবৃত্তিতে। অনেকে দেশ ছেড়ে চলে যাচ্ছেন প্রতিবেশী দেশগুলিতে। আর্থিক সংকটে দেশের শিক্ষিকা, হকার ও বিভিন্ন পেশার মহিলারা কলম্বিয়ায় গিয়ে বিভিন্ন বারে নাম লিখিয়ে দেহ বিক্রিতে বাধ্য হচ্ছেন। গ্রাহক পিছু আয় ১৫ ডলার। যার অর্ধেক দিয়ে দিতে হয় হোটেল ম্যানেজারকে। অনেকই দেশ ছাড়ছেন পাসপোর্ট ছাড়াই। পরিবারের ভরণপোষণ বা চিকিৎসার খরচ জোগাতে ভেনজুয়েলার মেয়েদের দেহ বিক্রি ছাড়া পথ নেই। এদিকে ভোটের ফলাফলে বিক্ষুব্ধ জনতা। তাঁরা এই ফল মানতে রাজি নন। বিক্ষোভ ক্রমশ হিংসাত্বক হয়ে উঠছে। দেশের নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুঁড়ছে। গতকাল সন্ধ্যা থেকে রাজধানী কারাকাসে হাজার হাজার বিক্ষোভকারী।j
ভেনিজুয়েলার মেয়েরা দেহ বিক্রিতে বাধ্য হয়েছেন কলম্বিয়ায় গিয়ে।
বিক্ষোভকারীদের অভিযোগ, বিরোধী নেতা এডমান্ডো গঞ্জালেস উরুতিয়া ৭৩.২ শতাংশ ভোট পেলেও প্রশাসন জোচ্চুরি করেছে। আর্জেন্টিনা সহ পশ্চিম ও লাতিন আমেরিকার দেশ মাদুরো সরকারকে স্বীকৃতি দিতে অস্বীকার করেছে। ভেনজুয়েলা থেকে নিজেদের কূটনৈতিক কর্মীদের দেশে ফিরিয়ে নিয়ে গেছে আর্জেন্টিনা। দেশএখন সেনা ও পুলিশের হাতে গ্রেপ্তার বহু।
ভেনিজুয়েলায় জন বিক্ষোভ বাড়ছে।