৩০ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু ৪ ডিসেম্বর, মুখ্যমন্ত্রীর ঘোষণা

*

সুজিৎ চট্টোপাধ্যায় : কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল শুরু ৪ ডিসেম্বর। চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। আজ কলকাতার ধনধান্য স্টেডিয়ামে মহানায়ক উত্তমকুমারের প্রয়াণ দিবস শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এই ঘোষণাটি করেছেন। গত বছর থেকেই চেয়ারপার্সনের পদ থেকে সরেদাঁড়াতে চেয়েছিলেন পরিচালক রাজ্য চক্রবর্তী। বিতর্ক উঠেছিল মুম্বাই ও দক্ষিণী ছবি থেকে টুকে যিনি ছবি করেন বিশ্ব চলচ্চিত্র সম্পর্কে ধারণা কতটুকু? কিন্তু মুখ্যমন্ত্রীর সবুজ সঙ্কেত না পেলে যেমন কেউ পদ পান না, তেমন কেউ পদ ছাড়তেও পারেন না।কিন্তু এবার সবুজ সংকেত মিলেছে।পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দফতর আয়োজিত এই ৩০তম চলচ্চিত্র উৎসবে চেয়ারপারসন হচ্ছেন পরিচালক গৌতম ঘোষ।সহ চেয়ারপার্সন হচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

আজ থেকে ৩০ বছর আগে বামফ্রন্ট সরকারের উদ্যোগে রাজ্য সরকারের পরিচালনায় নিজস্ব চলচ্চিত্র উৎসব চালু হয়।অনেকটাই কেন্দ্রীয় সরকারে অবিবেচক সিদ্ধান্তের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিয়েছিলেন তৎকালীন তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। কেন্দ্রীয় সরকার ফিল্মোৎসব করতেন এক বছর দিল্লিতে ,পরের বছর দেশের কয়েকটি রাজ্যের রাজধানীতে। ফলে কলকাতায় উৎসব পালনের সুযোগ আসত কয়েকবছর পর। অথচ একমাএ কলকাতা ছাড়া কোথাও দর্শকদের উৎসাহ মিলত না। এখন অবশ্য কেন্দ্রীয় সরকার বিদেশিদের আকর্ষণ করতে গয়ায় ফিল্ম উৎসব করছে। কিন্তু কলকাতার বোদ্ধা সিনেমাপ্রেমী মানুষদের গণ্ডি থেকে উৎসবের উদ্বোধন স্টেডিয়ামে নিয়ে এসে চলচ্চিত্র উৎসব আম জনতার উৎসবে পরিণত করে দিয়েছেন রাজ্য সরকার। এটা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মান কতটা বেড়েছে তাই নিয়ে বিতর্ক কিন্তু থেকে গেছে। তবু সিনেমাপ্রেমী মানুষ শারদীয় উৎসবের পর এই চলচ্চিত্র উৎসবের অপেক্ষায় থাকেন।

প্রথম বছরে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *