দিগদর্শন ওয়েব ডেস্ক : তিন দশক ধরে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ ( ট্রাব) দেশের সংস্কৃতি , বিনোদন, ক্রীড়া ও নান্দনিক কাজে ধারাবাহিক কাজ করে চলছে। পাশাপশি আর্ত সেবাও সংগঠনের কর্মযজ্ঞের অন্যতম বিষয়। ইতিমধ্যেই সংগঠনের বিস্তৃতি বাংলাদেশ ছাড়িয়ে ইউরোপ ও আমেরিকায় ছড়িয়ে পড়েছে। সংগঠনের বিস্তৃতিতে আন্তর্জাতিক স্তরের ব্যবসায়ী , শিল্পপতি সহ বিভিন্ন সচেতন মানুষের অবদান আছে।
সংগঠনের ভারতীয় শাখার উদ্যোগে সোমবার কলকাতা বিড়লা প্ল্যানেটোরিয়াম সেমিনার হলে দুই বাংলার সাংস্কৃতিক ও পারস্পরিক সম্পর্কের চর্চা শীর্ষক আলোচনা ও ভারত বাংলাদেশ সংস্কৃতি ও সম্প্রীতি সাম্মানিক সম্মান প্রদান অনুষ্ঠান হয়। প্রধান অতিথি ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও বিধায়ক আই পি এস ড: হুমায়ুন কবীর। বিশেষ অতিথি পদ্মশ্রী কাজী মাসুম আখতার , প্রাক্তন সভাপতি ড: নটরাজ রায় , প্রাক্তন সভাপতি, ইন্ডিয়ান সোসাইটি ফর ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট , সংস্থার সভাপতি সালাম মাহমুদ , প্রধান নির্বাহী গণকণ্ঠ ও বাংলাদেশ ভারতের বেশ কয়েকজন গণ্যমান্য ব্যক্তিত্ব । সম্বর্ধিত হন প্রায়২০ জন।
ভারতের শাখা সভাপতি নির্বাচিত হন সাংবাদিক বিপ্লব দাস। সংগঠনের ৩০ বছরের পূর্তিতে এই অনুষ্ঠানে কর্মকর্তারা অঙ্গীকার করেন ভারত- বাংলাদেশ যৌথ সংস্কৃতি চর্চা ও দুই প্রতিবেশী দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করার।