দিগদর্শন ওয়েভ ডেস্ক : সমাজসেবী সংগঠন ওয়েকেয়ার কলকাতায় ফুড এ টি এম চালু করল। কলকাতার বিভিন্ন ক্লাব ও হোটেল কিংবা উৎসব বাড়িতে অনেক খাদ্য বাড়তি হয়। সংস্থার স্বেচ্ছাসেবকরা সেই খাদ্য বণ্টন করে অভাবী মানুষদের মধ্যে।২০১৭ সাল থেকে মধ্য কলকাতার সি আই টি রোডের সাঁঝা চুলহা রেস্তোরাঁ প্রতিদিন ৫০ জন অভুক্ত আর্থিক দূর্বল মানুষকে খাদ্য বণ্টন করে আসছে? এখন শহরের পাঁচ জায়গায় ফুড এ টি এম বসানোর আয়োজন করেছে। নিরাপত্তার খাতিরে এই এ টি এম থানার কাছে স্থাপন হচ্ছে।
এই উদ্যোগ পরিচালনা করছেন তরুণ স্বেচ্ছাসেবকরা খাদ্য বণ্টনের সঙ্গে সঙ্গে সচেতনতা প্রচারে অংশ নেবেন। মূল উদ্দেশ্য খাদ্য অপচয় রোধ ও বারটি খাদ্য নষ্ট না করে খাদ্যের অভাবে নামে বেঁচে থাকা মানুষের মুখে সেটি তুলে ধরা। অনুষ্ঠানে সমাজের বিশিষ্ট মানুষদের সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী জাভেদ খান।