পর্ব ২৩
বাল্মীকি রামায়ণে বর্ণিত বন্দিনী সীতার পাহারাদার রাক্ষসীরা ছিলেন সমকামী।
সুজিৎ চট্টোপাধ্যায় : নারী সমকামীতার ফসল রামায়ণে রাজা ভগীরথ। সেই পুরাণ কথা আগেই বলেছি। এখন বলব হনুমানের কথা। বাল্মিকী রামায়ণে উল্লেখ আছ, সীতার খোঁজে লঙ্কায়গিয়েহনুমান দেখেন, স্বামীর বিরহে রাবণের স্ত্রীরা সমকামে লিপ্ত। এমনকি অশোক বনে যেখানে সীতাকে বন্দী করে রাখা হয় সেখানে পাহারায় সব নারী রাক্ষসী । তাদের অনেককেই সমকামিতায় মগ্ন। মনু সংহিতায় নারীর সমকামিতা মেনে নেওয়া হয়নি। সেখা বলা আছে , যদি কোনও বয়স্কা নারী কোনও বয়সে ছোট নারী বিশেষ করে কুমারীর সঙ্গে দৈহিকসম্পর্ক করে, তাহলে বয়স্কা নারীর মাথা ন্যাড়া করে হাতের দুটি আঙ্গুল কেটে গাধার পিঠে চড়িয়ে নগর পরিক্রমা করিয়ে দেশ ছাড়া করতে হবে। মনু সংহিতায় বলা আছে, দুই কুমারী যদি সমকামী হয়, তাহলে দুইশত মুদ্রা জরিমানা ও ১০ বেত্রাঘাত। এই বিধান আছে মনু সংহিতায় ৮ অধ্যায়ের ৩৬৯ ও ৩৭০ নম্বর সুক্তে।
অথচ পুরুষদের ক্ষেত্রে শাস্তি লঘু। মনু স্মৃতির ১১ অধ্যায়ে ৬৮ সুক্তে আছে দুজন পুরুষ বিকৃত যৌনতায় আসক্ত হলে তাদের জাতিচ্যুত করে জলে ডুব দেওয়াতে হবে। সুশ্রুত তাঁর চিকিৎসা শাস্ত্রে বলেছেন দুই নারীর সঙ্গমে অস্থিবিহীন সন্তানের জন্ম হবে। কিন্তু বাস্তবে কি দুই নারীর মিলনে সন্তান জন্ম দেওয়া সম্ভব? ঋগবেদে দ্যাবা ছিলেন দুই যমজ বোন। যাদের মিলনে অগ্নির জন্ম। সুশ্রুত সংহিতায়দু প্রকার সমকামীর কথা আছে। যার যৌনতায় পুরুষের ভূমিকা নেন, তাদের অশক্য ও যারা নারীর ভূমিকা নেন, তাদের কুম্ভিক বলা হয়েছে। এই বেদে মাসের একটি দিন নির্দিষ্ট করা ছিল। পূর্ণিমার রাত। বৈষ্ণবীয় কাব্যে শ্রী চৈতন্যদেবকে শিষ্য গদাধরের সঙ্গে সমকামী সম্পর্কের কথা বলা আছে। কিন্তু তাঁকে সমকামী বলা যায় না। কারণ তাঁর স্ত্রী ছিল । সন্তানও ছিল। সেক্ষেত্রে বলা যায় উভকামী। মুসলিম ধর্মে সমকামিতা নিষিদ্ধ হলেও প্লেটনিক লাভকে ব্যভিচার বলা হয়নি। পুরুষ সমকামীর কথা উল্লেখ থাকলেও নারী সমকামীর উল্লেখ নেই। কিন্তু আল -তাবারি আল _হাদির শাসনকালে দুজন সমকামী দাসীর উল্লেখ আছে। তাদের কঠোর শাস্তি দেওয়া হয়। যেহেতু নারীর লিঙ্গ নেই , সেহেতু অন্য নারী অপর নারীর শরীরে দেহের কোনও অংশ প্রবেশ করাতে পারে না সুতরাং নারী সমকামিতা সম্ভব মনে করে না ইসলাম ধর্ম। হাদিস ও কোরআনে বলা হয়েছে সমকামিতা নিষিদ্ধ। আগে সমকামীরা বাস করত সোদম ও সোমরাহ নগরীতে। এই সোদম শব্দ থেকে ইংরেজি সোডোমি কথাটা এসেছে। যার অর্থ পায়ুকাম।
লেসবিয়ান নানের ঘটনা নিয়ে লেখা একটি গ্রন্থ।
খ্রিষ্টান ধর্মে সমকামিতাকে পাপ বলা হয়েছে। বাইবেলের করিন্থিয় ৬.৯ পদে বলা আছে , যারা সমকামী তারা ঈশ্বরেররাজ্যে প্রবেশের অনুমতি পাবে না। অথচ খ্রিষ্টান ধর্মেরঅনেক বিশপ সমকামী। আমেরিকা নিউ হ্যাম্পশয়ার শহরের নবম বিশপ রবিনসনের পরিচালক ম্যাকি এনস্টনের সমকামী সম্পর্ক ছিল। বৌদ্ধ ধর্ম গ্রন্থ ত্রিপিটকে সমকামীদের পণ্ডক বলা হয়েছে। জন্মগত ভাবে এক শ্রেণীর মানুষের সমকামিতার কথা উল্লেখ আছে।( মেহাবর্গ অ ,.১০৫)। বৌদ্ধ ধর্ম কোনও ব্যাপারেই কঠোর নয়। বরং সমকামিতা যারা ঘৃণা করেন তাদের বলা হয়েছে সমকামীদের ঘৃণা না করতে। মহাবর্গ অর্থ কথায় বলা হয়েছে সমকামীদের প্রজ্ঞা দূর্ তাই তারা ধ্যান লাভ করতে পারবে না। ফলে মার্গ লাভ করতে পারবে না। এঁদের প্রব্রজ্যা বা উপ সম্প্রদান নিষিদ্ধ? কিন্তু সমাজ জীবন বাধা নেই।( চলবে)
পরবর্তী পর্ব ২৪, আগামী ৫ জুলাই,২০২৪