দিগদর্শন ওয়েব ডেস্ক: সম্প্রতি ডিসিভিশন ভি আর সংস্থার প্রতিষ্ঠাতা ও পরিচালক ধৃতি চ্যাটার্জি আয়োজন করেন পাওয়ারিং স্টার্ট – আপ ইকো সিস্টেম _ দ্যা ইস্ট সাইড স্টোরি শীর্ষক একটি আলোচনা সভা। ধৃতি চ্যাটার্জি প্রতিযোগিতামূলক বাজারে বিলাসবহুল পণ্য বাজারজাত করা ও প্রচারের বিষয়ে অন্তর্দৃষ্টিপূর্ণ মন্তব্য করে বলেন, প্রবর্তনের শুরু থেকেই আমি সচেতন ছিলাম যে পণ্যটি বাজারজাত করছি সেটি একটি বিলাসবহুল পণ্য হিসেবে বিবেচিত হবে। তবে বড় চ্যালেঞ্জ ছিল পণ্যের যোগ্যতা ও গুরুত্ব সম্পর্কে মানুষকে অবহিত করা। দেশে ভার্চুয়াল রিয়েলিটি দুনিয়ায় একটি প্রিয়িয়ার ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে উদ্ভাবনী পদ্ধতিকে গুরুত্ব দিয়েছি।
আলোচনা টেবিলে ছিলেন ইন্টারেকটিভ অ্যাভিনিউসের দেবর্ষি চক্রবর্তী, ওভেন লিবেকডের রামাশীষ ভৌমিক, কিসাহ অ্যাপারেলস প্রাইভেট লিমিটেডের সৌরভ কোঠারি ও টোয়ারল স্টোরের সুজাতা চ্যাটার্জি। প্রত্যেকে পূর্ব ভারতের স্টার্টআপ ইকো সিস্টেমের ওপরএকটি স্বচ্ছ ধারণার সমৃদ্ধ বক্তব্য পেশ করেন।