*
অ্যাপেলো হাসপাতালে উপলব্ধ পূর্বাঞ্চলের সর্বাধুনিক রোবটিক প্রযুক্তি।
শ্রীজিৎ চট্টরাজ : বহু চিকিৎসকের পরামর্শ নিয়ে শেষ পর্যন্ত কলকাতার অ্যাপেলো হাসপাতালের শরণাপন্ন হন ৭০ বছরে এক বৃদ্ধ দুলাল দত্ত। যাঁর শারীরিক জটিলতা ছিল ভয়ংকর। চিকিৎসকেরা পরীক্ষা নিরীক্ষার পর বুঝতে পারেন রোগীর কিডনি বিকল হওয়ায় ডায়লেসিস চলছে। কিডনিতে রয়েছে ৬ সি এম x৫.৫ সি এম x ৫ সি এম মাপের ম্যালিগন্যান্ট টিউমার। এছাড়াও রয়েছে ইনফিরিওর ভেনা কাভা ( যেটি শরীরের বৃহত্তম শিরা যেখানে একটি n৩ সেন্টিমিটার টিউমার থ্রম্বাস। এরফলে কিডনির আকার বেড়ে ১০ সি এম x ৫ সি এম x ৩ সি এমআকারধারণ করে শরীরে রক্ত প্রবাহে বাধা সৃষ্টি করছে। অ্যাপেলো হাসপাতাল কর্তৃপক্ষ ও বাংলার মানুষ গর্বিত , এরাজ্যে একজন কিংবদন্তী শল্য চিকিৎসক আছেন যিনি ক্যান্সার সক্রান্ত অপারেশনে রোবোটিক প্রযুক্তিতে সিদ্ধহস্ত।২০০৯ থেকে রোবোটিক সার্জারিতে তাঁরসাফল্যের হার রেকর্ড সৃষ্টিকারী । নাম তাঁর ডা: তরুণ জিন্দাল। শুধু নামে নয়, বয়সেও তরুণ এই শল্য চিকিৎসক দ্রুত সিদ্ধান্ত নেন জটিল হলেও এই অপারেশন তিনি চ্যালেঞ্জ হিসেবে নেবেন। প্রায় পাঁচ ঘণ্টা সহযোগী চিকিৎসকদের পূর্ণ সহযোগিতায় প্রায় ২০ মিনিট হৃদপিণ্ডে রক্ত সঞ্চালন বন্ধ করে দক্ষতার সঙ্গে জটিলতার সব ধাপ পেরিয়ে রোগীকে মৃত্যুর গ্রাস থেকে ফিরিয়ে পাঁচ দিনের মধ্যে স্বাভাবিক জীবনে ফিরিয়ে বাড়ি পাঠিয়ে দেন। এই সাফল্য একদিকে যেমন ডা: জিন্দলের মুকুটে একটি বাড়তি পালক সংযোজি হলতেমন অ্যাপেলো হাসপাতাল প্রমাণ করল পূর্ব ভারতে তাঁদের পদক্ষেপ সবার প্রথমে। ফলত মধ্য কলকাতার এক পাঁচতারা হোটেলে সাংবাদিক সম্মেলন। উপস্থিত ছিলেন হাসপাতাল কর্তৃপক্ষের তরফে পূর্বাঞ্চলের চিকিৎসা পরিষেবা পরিচালক ডা: সুরিন্দর সিং ভাটিয়া শল্য চিকিৎসক তরুণ জিন্দাল ও অ্যানেস্থেসিওলজিস্ট ডা: অংশুমান রায় ও সহযোগী মূত্রনালী সংক্রান্ত ক্যান্সার শল্য চিকিৎসক অনির্বাণ মুখার্জি।
সর্বাধুনিক রোবটিক সার্জারির কিংবদন্তি শল্য চিকিৎসক তরুণ জিন্দাল
চিকিৎসকেরা প্রত্যেকেই বলেন, রোগী দুলাল দত্ত ডায়াবেটিক সহ ক্ষতিগ্রস্থ কিডনি উচ্চ রক্তচাপ ও অনিয়মিত হৃদ স্পন্দনের মত জটিল অসুস্থতা নিয়ে কিডনির ক্যান্সার টিউমার অপারেশনের জন্য আমাদের কাছে আসেন। একদিকে তাঁর মনোবল n, অন্যদিকে এই জটিল অপারেশন করার আমাদের দৃঢ় প্রত্যয় সর্বোপরি রোবোটিক প্রযুক্তির সর্বাধুনিক প্রয়োগআমাদের সাফল্য এনে দিয়েছে।
১৯২১ সালে রোসমস্ ইউনিভার্সাল রোবর্টস নাটকে চেক নাট্যকার কারেল ক্যাপেক রোবট শব্দটি নির্মাণ করেন। চেক ভাষায় যার অর্থ বাধ্যতামূলক শ্রম। বিজ্ঞানের বৈপ্লবিক আবিষ্কার রোবোটিক সার্জারি। অল্প সময়ের মধ্যে নিখুঁত অপারেশন ন্যূনতম রক্ত ক্ষরণ ও জটিলতম স্তর পেরিয়ে সফল কাঁটা ছেঁড়া করা এমনকি রোগীর দ্রুত বাড়ি ফিরে যাওয়ার সুযোগ এনে দিয়েছে রোবোটিক সার্জারি। ডা: জিন্দাল বলেন, এই মূহূর্তে পূর্বাঞ্চলে কলকাতায় সর্বাধুনিক রোবোটিক সার্জারির প্রযুক্তি রয়েছে অ্যাপেলো হাসপাতালে। তাই দুলাল দত্তের মত ৭০ বছর বয়সী রোগীর জটিল অস্ত্রোপচার করতে পেরেছি। পাঁচদিনে সুস্থ করে বাড়ি ফিরিয়ে দিয়েছি। ক্যান্সার একটি জটিল রোগ। আমাদের বছরে নিয়মিত রক্ত সহ কিছু শারিরীক পরীক্ষা করানো উচিত। প্রথম স্তরে রোগ নির্ণয় হলে সুস্থ জীবনে ফিরে আসা দ্রুত সম্ভব হয়। ডা,: অংশুমান রায় বলেন, জন সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে মিডিয়ার সবচেয়ে বড় ভূমিকা। তাই অনুরোধ ক্যান্সার সহ বিভিন্ন জটিল রোগ রুখতে সাধারণ মানুষের কাছে আমাদের বার্তা পৌঁছে দিন চিকিৎসার আগে রোগ প্রতিরোধে যেন জাগুরতা আসে।
দ্রুত রোগ নির্ণয় ও সর্বাধুনিক রোবোটিক প্রযুক্তি সার্জারি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন চিকিৎসা জগতে এক তুমুল সাড়া জাগিয়েছে। অ্যাপেলো হাসপাতাল যে এই ব্যাপারে অগ্রগণ্যসে কথা এদিনের সম্মেলনে জানালেন রোগী দুলাল দত্তের পুত্র দেবজিৎ দত্ত।