কলকাতায় আয়রন হ্যান্ড ওপেন আর্ম রেস্টলিং চ্যাম্পিয়নশীপ ২০২৪

*

দিগদর্শন ওয়েব ডেস্ক : সম্প্রতি বাগুইআটির সন্তোষ মিত্র স্মৃতি সংঘে অনুষ্ঠিত হল আয়রন হ্যান্ড ওপেন আর্ম রেষ্টলিং চ্যাম্পিয়নশীপ ২০২৪ অনুষ্ঠিত হল। উদ্যোক্তা আর্ম রেস্টলিং এসোসিয়েশন অফ বেঙ্গল ও অশোক আখড়া এক ব্যায়াম মন্দির।রায় প্রতিযোগিতায় অংশ নেন আসানসোল, বর্ধমান, আরামবাগ, চন্দননগর, হুগলি, ডায়মন্ডহারবার, বারাসত, বনগাঁ ও কলকাতার ক্রীড়াবিদরা। মহিলা ও পুরুষ মিলিয়ে সংখ্যা ৬১। ক্রীড়াবিদ,পরিচালক , প্রযোজক ও বলিউড সিনেমার অভিনেতা অশোক রাজ বলেন প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে যেসব ক্রীড়াবিদ ও অভিভাবকরা যেভাবে অনুষ্ঠানে এসেছেন তাঁদের কৃতজ্ঞতা জানাই। অনুষ্ঠানের শুরুতে ভারত নাট্যম নৃত্য পরিবেশন করেন সোনালী ঘোষ। দেহসৌষ্ঠব প্রদর্শন করেন সৌরদীপ দাস ও মহেন্দ্র ঠাকুর। এক্রবেটিক প্রদর্শন করেন অভিপ্রীতা হালদার ও আয়েশা রাজ। ব্যালেন্সিং যোগ প্রদর্শন করেন আমিশা রাজ। উপস্থিত সবাইকে স্বাগত জানান ক্লাব সম্পাদক আশীষ সাহা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনির্বাণ নন্দী, কিশোর দাস, রাজীব ব্যানার্জি, নন্দন দেবনাথ, লাবনী বল, কলকাতা পুলিশের সৌরদীপ দাস, মহেন্দ্র ঠাকুর ও বাপি দাস। এই প্রতিযোগিতা থেকে বাছাই করা আট প্রতিযোগী জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় মুম্বাই যাচ্ছেন অভিরণ নস্কর, অমিত গড়াই , দীপক বর্মণ, সায়ন পাইক, মহাফুর রহমান বিশ্বাস, আশুতোষ পারিদা ও সৈকত রায়। প্রতিযোগী দলের সঙ্গে জাতীয় প্রতিযোগিতায় যাচ্ছেন আর্ম স্পোর্টস ফেডারেশনের সভাপতি বিমল কুমার চন্দ ও অশোক এক ব্যায়াম মন্দির এর প্রতিষ্ঠাতা ও ব্যায়াম মন্দির এর প্রতিষ্ঠাতা ব্যায়ামবীর অশোক রাজ। এদিনের প্রতিযোগিতায় স্ট্রং ম্যান খেতাব জেতেন দীপক বর্মণ ও স্ট্রং ওম্যান মহেশ্বরী বারুই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *