স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র উৎসবে নজর কাড়ল মৃণাল নাথের ছবি এদোর

*

দিগদর্শন ওয়েব ডেস্ক: ঋণ মঞ্জুর নয়। তবু একাউন্ট থেকে কিস্তি বাবদ টাকা কেটে নিচ্ছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। গ্রাহক ঋণের জন্য কোনো আবেদনই করেননি। সম্মতির জন্য সইও নেয়নি। শেষপর্যন্ত ক্রেতা আদালতের রায়ে ৬০ দিনের মধ্যে ব্যাংক কর্তৃপক্ষকে গ্রাহককে সুদসমেত টাকা ফিরিয়ে দিতে হবে।২১ মে ২০২৪এর দৈনিক পত্রিকার সংবাদ। এমনই এক কাগজে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে পরিচালক মৃণাল নাথ হিন্দিতে ২৪ মিনিট ৪১ সেকেন্ডের একটি স্বল্পদৈর্ঘ্যের ছবি এদোর নির্মাণ করেছেন। স্বামী তরুণ এক দোকানী ব্যাঙ্ক থেকে ঋণ পাইয়ে দেওয়ার এক অসৎ দালাল চক্রের শিকার হয়ে আত্নহত্যা করে । যুবকের স্ত্রী আর্থিক সমস্যায় পড়ে একমাত্র কিশোর ছেলেকে নিয়ে। নিজের মাথার চুল বিক্রি করে সন্তানের মুখে তুলে দেয় অন্ন। কাজ জুটিয়ে নেই এক ইঁটভাটায়।

সময়ের স্রোতে জীবন কাটতে থাকে মা ও ছেলের। একদিন বি ডি ও এসে উপস্থিত হন মহিলার কাছে। তাঁর সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন। ছেলে একটু দূরে আপন মনে ব্যাট হাতে খেলছিল। দূর থেকে বল ছুঁড়ে দেয় মাকে। মালুফে নেয় সেই বল। বিডিও বাবুর আশ্বাসে সেই মুহুর্তে মায়ের কাছে বলটি হয়ে ওঠে নতুন আশার স্বর্ণ গোলক।

কোলকাতার নন্দন তিন প্রেক্ষাগৃহে ২০ থেকে ২৩ মে অনুষ্টিত হচ্ছে নবম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব। আয়োজক বেঙ্গল ফিল্ম এন্ড টেলিভিশন চেম্বার অফ কমার্স। এবারের উৎসবে মোট দেশবিদেশের ৫৮ টি ছবি প্রদর্শিত হচ্ছে। প্রতিযোগিতা বিভাগে আছে ৩০ টি ছবি। প্রতিযোগিতায় স্থান পেয়েছে মৃণাল নাথের এই ছবিটি। ছবিটি প্রদর্শিত হল প্রথম দিনের উৎসবে শেষ পর্বে। ছবিতে প্রথম পদার্পণ হলেও মর্মস্পর্শী অভিনয় করেছেন মায়ের চরিত্রে সিরিয়াল অভিনেত্রী পার্বনী বর্ধন। অন্যান্য চরিত্রে প্রকাশ শা, প্রিয়াংশু শা, গৌতম সিং বিষেন, জামসেদ আলম, হীরক শা , সন্দীপ দত্ত, দীপ নিগম, মহম্মদ বাবলু, অঞ্জু নিগম ও বিডিও চরিত্রে পরিচালক মৃণাল নাথ চিত্রনাট্যের দাবি পূরণ করেছেন। রায়চকের আউটডোর লোকেশন বাছাই যথাযথ। গঙ্গার মোহনার ড্রোন থেকে তোলা দৃশ্যটি উপভোগ্য
আবহ যথাযথ। লেখক,পরিচালক ও চিত্রনাট্যকার মৃণাল নাথের প্রয়াস একটি ইতিবাচক বার্তা দেয় সন্দেহ নেই। তবে গ্রামে বি ডি ও একা অসহায় মেয়েটির সঙ্গে দেখা করতে এলেন যেটা বাস্তবে কতটা মানানসই হয়েছে সে জবাব পরিচালকই দিতে পারেন। ক্যামেরা উহ্য থাকলে অন্যায় হবে। দৃশ্য নির্মাণে সফল চিত্রগ্রাহক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *