*
শ্রীজিৎ চট্টরাজ : সম্প্রতি কলকাতার জ্ঞানমঞ্চে একটি সমাজসেবী সংগঠন সাবরি হেল্পেজ আয়োজন করে সোসিও এ্যাওয়ার্ড ২০২৪। সংগঠনের নেত্রী আরতি বি আর সিং সাংবাদিকদের জানান, গত ১১ বছর ধরে নিরলস প্রচেষ্টায় সমাজে ব্রাত্য প্রবীণদের যথাযোগ্য সম্মান প্রদান ও সামাজিক ক্ষেত্রে মানবিকতার হাত বাড়িয়ে দেওয়ার কর্মসূচি গ্রহণ করে আসছে। এবার দ্বিতীয় বছরের বার্ষিক পুরস্কার প্রদান অনুষ্ঠানে ২০২৩ সালে যাঁরা সামাজিক দায়বদ্ধতায় ইতিবাচক ভূমিকা পালন করেছেন তাঁদের কয়েকজনকে এবং কিছু প্রতিষ্ঠানকে সম্বর্ধিত করছে। এঁদের অন্যতম প্রান্তিক ভারতের ভূমিকন্যা চুটনি মাহাতো। যিনি নিজে ডাইনি কুসংস্কারের শিকার হয়ে অত্যাচারিত হয়েছিলেন। কিছু সামাজিক দায়বদ্ধ মানুষের সহযোগিতায় দীর্ঘদিন ধরে আদিবাসী সমাজে তিনি কুসংস্কার রোধে প্রচার চালাচ্ছেন। স্বামী পরিত্যক্ত এই মহিলা একক অভিভাবক হিসেবে সন্তান ও পুত্রবধূকে শিক্ষিত করে তুলেছেন। আমরাতাঁকে সম্মান জানিয়ে গর্বিত। এই পুরষ্কার প্রদান অনুষ্ঠানের মাধ্যমে আগামী প্রজন্মের কাছে আমরা ইতিবাচক বার্তা পৌঁছে দিতে চাইছি।
এদিনের অনুষ্ঠানে তিলজলা শেড, প্রজেক্সেল ফাউন্ডেশন, ক্রিয়েশন ওয়েলফেয়ার সোসাইটি, ইক্যুই ডাইভারসিটি ফাউন্ডেশন, কলকাতা অ্যানিমেল ইন্ডিয়ান ওয়েলফেয়ার ও এ আই এম ফাউন্ডেশন ও রাজকুমারী বসু এবং ঋতুপর্ণা বিশ্বাসের মত সমাজসেবীদের সম্মানিত করা হয়।