চতুর্থ দফার নির্বাচনে পশ্চিমবঙ্গে প্রার্থীদের গড় সম্পদ ১২.০৮ কোটি টাকা

পর্ব ২

কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাণীমা অমৃতা রায় চতুর্থ পর্বের নির্বাচনে সবচেয়ে বেশি সম্পদের অধিকারী।সম্পদের পরিমাণ ৫৫৪ কোটি টাকা।

দিগদর্শন ওয়েব ডেস্ক: লোকসভার চতুর্থ দফার নির্বাচন আগামী ১৩ মে। প্রতিবারের মত এবারও অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস ও ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ যৌথ ভাবে নির্বাচনের প্রার্থীদের বিভিন্ন তথ্যের বিশ্লেষণী ফলাফল সাংবাদিক সন্মেলনে পেশ করেছেন। চতুর্থ দফার নির্বাচনে বাংলায় মোট প্রার্থী ৭৫ জন।৭৫ জনের মধ্যে ২১ জনের সম্পদের পরিমাণ ১ কোটি টাকার বেশি। শতকরা প্রায় ২৮ শতাংশ। রাজ্যের শাসক দল তৃণমুলের ৮ জন প্রার্থীর মধ্যে ৭ জনই কোটিপতি। শতাংশের হিসেবে ৮৮ শতাংশ। দ্বিতীয় স্থানে বিজেপি। তাঁদের ৮ জন প্রার্থীর মধ্যে ৬ জন কোটিপতি। শতকরা ৭৫ শতাংশ। এস ইউ সি আই (সি) র ৮ জনের ২ জন কোটিপতি। ২৫শতাংশ। জাতীয় কংগ্রেসের ২ জন প্রার্থীর ২ জনই কোটিপতি।সে হিসেবে ১০০ শতাংশ। সি পি এমের ৬ জন প্রার্থীর ২ জন কোটিপতি।শতাংশের নিরিখে ৩৩ শতাংশ। বি এস পির ৮ জন প্রার্থীর ১ জন কোটিপতি। অর্থাৎ ১৩ শতাংশ। ইন্ডিয়ান ন্যাশনাল সোশ্যালিস্টিক অ্যাকশন ফোর্সেস এর ২ জন প্রার্থীর ১ জন কোটিপতি। অর্থাৎ ৫০ শতাংশ। অন্যান্যদলের ৩৩ প্রার্থীর একজনও কোটিপতি নন।

চতুর্থ দফার নির্বাচনে দ্বিতীয় ধনী প্রার্থী আসানসোল কেন্দ্রের তৃণমুল প্রার্থী অভিনেতা শত্রুঘ্ন সিনহা।সম্পদের পরিমাণ ২১০ কোটি টাকা।মেয়ের কাছে ঋণ অবশ্য ১৭ কোটি টাকা।

বাংলার বিজেপি ৮ প্রার্থীর গড় সম্পদ ৭২ কোটি ৮৪ লক্ষ টাকা। অপরদিকে তৃনমূলের ৮ প্রার্থীর গড় সম্পদের মূল্য ৩৬ কোটি টাকা। সি পি এমের ৬ জন প্রার্থীর গড় সম্পদ ৯২লক্ষ টাকা। জাতীয় কংগ্রেসের ২ জন প্রার্থীর গড় সম্পদ ৯২ লক্ষ টাকা। এস ইউ সি আই (সি)র ৮ জনের গড় সম্পদ ৭৬ লক্ষ টাকা। বিসপির ৮ জনের ৪৬ লক্ষ টাকা, ইন্ডিয়ান ন্যাশনাল সোস্যালিস্টিক অ্যাকশন ফোর্সেস দলের ২ জনের গড় ৬ কোটি টাকা, সর্বভারতীয় আর্য মহাসভা দলের ২ প্রার্থীর গড় সম্পদ ২৮ লক্ষ, ভারতীয় ন্যাশনাল জনতা দলের ১ জন প্রার্থীর গড় সম্পদ ৪০ লক্ষ, সর্বভারতীয় সেক্যুলার ফ্রন্টের ১ জন প্রার্থীর গড় সম্পদ ৩৫ লক্ষ, সি পি আই এম এল ( লিবারেশন) এর ১ জন প্রার্থীর গড় সম্পদ ৩৫ লক্ষ, হিন্দুস্থান শক্তি সেনার১ জন প্রার্থীর গড় সম্পদ ৩০ লক্ষ, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার ১ জন প্রার্থীর গড় সম্পদ ২২ লক্ষ ও জয়প্রকাশ জনতা দলের ১ জন প্রার্থীর গড় সম্পদ ৭ লক্ষ, মূল নিবাসী পার্টি অফ ইন্ডিয়া ১ জন প্রার্থীর গড় সম্পদ ৭ লক্ষ, দ্য ন্যাশনাল রোড ম্যাপ পার্টি অফ ইন্ডিয়ার ১ জন পার্টির গড় সম্পদ ৩ লক্ষ, আম্বেদকর পার্টি অফ ইন্ডিয়ার ১ জন প্রার্থীর গড় সম্পদ ৪৪ হাজার টাকা। অন্যান্য দলের ৫৩ জন প্রার্থীর গড় সম্পদ ১৭ কোটি টাকা।২২ জন নির্দল প্রার্থীর গড় সম্পদ ১৬ লক্ষ । চতুর্থ দফার ভোটে মোট ৭৫ জন প্রার্থীর গড় সম্পদ ১২ কোটি টাকার বেশি।

বাংলার চতুর্থ দফার নির্বাচনে তৃতীয় ধনী প্রার্থী বহরমপুরের তৃণমুল প্রার্থী ইউসুফ পাঠান। সম্পদের পরিমাণ ৪৫ কোটি টাকা

ব্যক্তিগত বিত্তবান প্রার্থীর তালিকায় চতুর্থ দফার ভোটে প্রথমে আছেন কৃষ্ণনগর কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজমাতা অমৃতা রায়। তাঁর স্থাবর ও অস্থাবর সম্পত্তির মোট পরিমাণ ৫৫৪ কোটি টাকা। দ্বিতীয় আসানসোল কেন্দ্রের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। সম্পত্তির মোট পরিমাণ ২১০ কোটি টাকা। তৃতীয় স্থানে তৃণমুলের বহরমপুর কেন্দ্রের প্রার্থী পাঠান ইউসুফের সম্পত্তির মোট পরিমাণ ৪৫ কোটি টাকা। বাজারে দেনা আছে চতুর্থ দফার এমন প্রার্থী এরাজ্যে ২৯ জন। এঁদের মধ্যে সবচেয়ে বেশি দেনা তৃনমূলের শত্রুঘ্ন সিনহার।২১০ কোটি সম্পদে ১৭ কোটি দেনা। দ্বিতীয় বহরমপুরের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের ৪৫ কোটি টাকার সম্পদে ১১ কোটি দেনা। তৃতীয় স্থানে বীরভূম কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের ১০ কোটি টাকা সম্পদে ২ কোটি টাকা দেনা। কম সম্পদের তালিকায় চতুর্থ দফার ভোটে প্রথমে আছেন রাণাঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। তাঁর মোট সম্পদ ৩ হাজার টাকা। বহরমপুরের নির্দল প্রার্থী বিশ্বম্ভর কালিতা সম্পদ ১৫ হাজার, তৃতীয় প্রার্থী ওই কেন্দ্রের আর এক নির্দল প্রার্থী সমীরণ দাস। তাঁর মোট সম্পদ ৪০ হাজার। আগামীকাল জানাবো চতুর্থ দফার বাংলার প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা বয়স ও অপরাধ সংক্রান্ত তথ্য।( চলবে)

আগামীকাল শনিবার পরবর্তী পর্ব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *