দিগদর্শন ওয়েব ডেস্ক: সল্টলেক সেন্ট্রাল পার্কে রবীন্দ্রনাথের ১৬৩ তম জন্মদিন উপলক্ষে কবি প্রণাম ১৪৩১ আয়োজন করে বিধাননগর সংস্কৃতি অঙ্গন। সকাল ছটায় প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত। সংগীত পরিবেশন করেন বিভা সেনগুপ্ত।বুধ সন্ধ্যায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কসমিক ইভি লিমিটেড ও কসমিক বিড়লা গ্রুপের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর আদিত্য বিক্রম বিড়লা কবির মূর্তিতে মাল্যদান করে বলেন রবীন্দ্রনাথের উত্তরাধিকার আমাদের উজ্জ্বল ভবিষ্যতের সঙ্গি। এদিনের অনুষ্ঠানে রবীন্দ্র অনুরাগীরা সংগীত, কবিতা ও শৈল্পিক সংস্কৃতির অর্ঘ্য অর্পণ করে অন্তরের শ্রদ্ধা জানান।