দিগদর্শন ওয়েব ডেস্ক : ডায়কিন এয়ারকন্ডিশনিং ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড একটি জনপ্রিয় বৈদ্যুতিক পণ্য উৎপাদনকারী সংস্থা জাপানের ডায়কিন ইন্ডাস্ট্রিস্ লিমিটেড অন্তর্গত সংস্থা ভারতে বাতানুকুল পণ্যের একটি বড় অংশ দখল করেছে পণ্যের উৎকর্ষতার নিরিখে। সম্প্রতি শিলিগুড়িতে সেবক রোডে গড়ে ওঠা ডাইকিন সল্টিউশন প্লাজায় শাহ মার্কেটিং সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে কারখানা গড়ে উঠেছে। এই উপলক্ষে ডাইকিন সংস্থার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শোগো অ্যান্ডো বলেন, ভারতে ডাইকিন পণ্যের চাহিদা বাড়ছে। উত্তর বাংলার একটি বৃহত্তর বাজার আছে। আমরা তাই আমাদের উৎপাদন বাড়াতে চলেছি। তিনিআরও জানান, ভারতে পূর্বাঞ্চলে গত বছরে ৫০ শতাংশ ব্যবসা হয়েছে , যার আর্থিক মূল্য ১২০০ কোটি টাকা।২০২৫ সালে যা ২৫০০ কোটি টাকা পৌঁছবে বলে আমাদের বিশ্বাস। সম্প্রতি অন্ধ্রে প্রায় ৭৫.৫ একর জমিতে গড়ে উঠেছে নতুন কারখানা।
ডায়কিন ইন্ডিয়া সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বলেন আমাদের বাতানুকুল যন্ত্রের উৎকর্ষতা ও ন্যায্য দামের জন্য ভারতে তথা বাংলায় চাহিদা বাড়ছে। আমাদের নতুন কারখানার উদ্দেশ্যে পণ্যের উৎপাদন বাড়িয়ে চাহিদা পূরণ। নতুন কারখানায় এই প্রজন্মের সেরা প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। বিপণনের ক্ষেত্রেও নজর রাখা হচ্ছে ক্রেতাদের কাছে কত দ্রুত আমরা পণ্য পৌঁছে দিতে পারি। আমরা আগামী ২০৫০ সালের মধ্যে কারখানাকে পুরোপুরি দূষণমুক্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই নতুন কারখানা শুরু বাংলায় চাহিদা পূরণ নয়, নেপাল, ভুটান , শ্রীলঙ্কা , বাংলাদেশ এমনকি মধ্যপ্রাচ্য, দক্ষিণ আমেরিকা, ও পশ্চিম ও পূর্ব আফ্রিকারও চাহিদা পূরণ করবে। সংস্থার আঞ্চলিক পরিচালক, পূর্ব , কুণাল বসু বলেন, আমরা আমাদের ব্র্যান্ডের বাতানাকুল যন্ত্র শুধু চাহিদা পূরণ করবে নয়, স্থানীয় ভাবে কর্মসংস্থানেরও ব্যবস্থা করছে। থাকছে বিশ্বমানের পণ্য উৎপাদনের অভিজ্ঞদের দিয়ে শিক্ষার সুবিধা থাকছে।