দিগদর্শন ওয়েব ডেস্ক: এবারের উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের সংখ্যা ছিল ৭ লক্ষ ৯৬ হাজার। শতাংশের হিসেবে প্রতি ১০০ জন পরীক্ষার্থীর মধ্যে মহিলা প্রার্থী ছিলেন ৫৫! শতাংশ। পাশের হার ৯০ শতাংশ।অতিরিক্ত এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম দশজনে স্থান পেয়েছেন ৫৮ জন। এই তালিকায় হুগলি জেলার ১৩ জন। বাঁকুড়া জেলার ৯ জন, দক্ষিণ ২৪ পরগনার প্রথম দশজনে আছেন ৭ জন। কোলকাতার ছাত্র সংখ্যা ৫।
প্রথম স্থান পেয়েছেন একজন অভীক দাস। নম্বর পেয়েছেন ৪৯৬। আলিপুরদুয়ারের ছাত্র। দ্বিতীয় হয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুরের সৌমদীপ সাহা। নম্বর ৪৯৫। তৃতীয় অভিষেক গুপ্ত। মাধ্যমিকে সে তৃতীয় হয়েছিল মালদা জেলার ছাত্রের প্রাপ্ত নম্বর ৪৯৪। চতুর্থ হয়েছেন দুজন। দুজনেই মহিলা। প্রতীকী রায় তালুকদার ও স্নেহা ঘোষ। মহিলাদের মধ্যে প্রথম হয়েছেন এই দুজন। প্রতীকী কুচবিহারের ও স্নেহা হুগলির চন্দননগরের ছাত্রী। প্রাপ্ত নম্বর ৪৯৩।পঞ্চম স্থানে ৭ জন । অন্যতম কলকাতার স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের শৌনক রায় তাঁর প্রাপ্ত নম্বর ৪৯২।
মার্কশিট মিলবে শুক্রবার।