*
দিগদর্শন নিউজ ডেস্ক : ভারত পণ্য বাজারের সেরা বাজার। দেশি বিদেশি কর্পোরেট পণ্যের উৎপাদকরা নিজেরা যেমন ভারতের বাজারে পণ্য বাজারে উপচে দিচ্ছে তেমন ছোট ও মাঝারি পণ্য উৎপদকেরাও বাজার দখলে ব্যস্ত। কিন্তু পণ্যের গুণগত মান সঠিক কি না কে বলবে,? তাই বিশ্ব জুড়েই গ্রাহক সচেতনা আন্দোলন গতিপথ পাচ্ছে। ভারতও এর ব্যতিক্রম নয়। কিন্তু অনেক ক্ষেত্রেই পণ্য ক্রয়ে বা পরিষেবার ক্ষেত্রে গ্রাহক প্রায়ই সমস্যার সম্মুখীন হচ্ছেন। মুশকিল আসানে এগিয়ে এসেছেন শিলিগুড়ির ডনবস্কো স্কুলের ছাত্র সুবীর রায় চৌধুরী। সামান্য একটি ফ্ল্যাট কিনতে কি কি কাগজপত্র দেখে নেওয়া জরুরি বেসে সম্পর্কেও পুরো ধারণা নেই অধিকাংশ মানুষের। সেক্ষেত্রে সঠিক পরামর্শ দিয়ে রক্ত জল করা পয়সার রক্ষাকর্তা হয়ে উঠেছেন সুবীর রায় চৌধুরী।
ভারতে চাকরির বাজার ক্রমশ সংকুচিত হচ্ছে। দরকার ব্যবসায় উদ্যোগী মানুষজন। রাষ্ট্রের উদ্যোগে তাই গড়ে উঠেছে এম এস এম ই। কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের লক্ষ্য সম্পর্কে জানায় দেশজুড়ে অনুষ্ঠিত জাতীয়/ আন্তর্জাতিক বাণিজ্য , মেলা, প্রদর্শনী , এম এস এম ই এক্সপ্রো ইত্যাদির মাধ্যমে নতুন বাজার তৈরির উদ্যোগ গড়ে তোলা, সচেতনা সৃষ্টি করা বিপণনে প্যাকেজিং প্রযুক্তি আমদানি রপ্তানি নীতি সরলীকরণ করা । এম এস এম ই অর্থ মাইক্রোস্মল মিডিয়াম এন্টারপ্রাইজেস। ক্ষুদ্রতম শিল্প ও মাঝারি উদ্যোগে সহযোগী হয়ে দেশের সরকার কর্ম উদ্যোগ বাড়িয়ে জি ডি পি কে সন্তোষজনক স্তরে নেওয়ার এক কর্মসূচি। এম এস এম ই প্রকল্প সম্পর্কে দেশের নাগরিকদের সঠিক দিশা দেখানোর সংকল্প নিয়েছেন। একদিকে সচেতনতা অন্যদিকে প্রকল্প পরিচালনায় দিশা দেখিয়ে চলেছে সুবীর রায়চৌধুরী । দেশে বহু কর্পোরেট সংস্থার পরামর্শদাতা হিসেবে বঙ্গতনয় সুবীর রায়চৌধুরীর পেশাদারি দক্ষতা বাঙালির জন্য গর্বের এ বিষয়ে কোনো সন্দেহ নেই। প্রগ্রেসিভ ইনোভেটরস প্রাইভেট লিমিটেডের প্রধান পরিচালক সুবীর রায়চৌধুরী প্রয়াস বাংলার নতুন উদ্যোগীদের উৎসাহিত করছে সন্দেহ নেই।