দি ভয়েস অফ লায়ন্স  সঙ্গীত প্রতিযোগিতা  ক্যান্সার রোগীর তহবিল গড়তে

দিগদর্শন ওয়েব ডেস্ক: গত ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবসে এক সমীক্ষার  কথা উল্লেখ করে এক সংস্থা জানায় ৩০২০ সালে ভারতে ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১৪ লক্ষ।২০২৫ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়াবে ১৫.৭ লক্ষ। সমীক্ষায় এও বলা হয়েছে দেশের প্রতি তিনজনের মধ্যে একজন ভারতীয় প্রাক ডায়াবেটিক। দশজনের একজন  মানসিক বিষণ্যতায় ভুগছেন। অস্বাস্থ্যকর জীবনযাত্রা যার অন্যতম কারণ। রাষ্ট্রের পাশাপাশি ১৯৫৭ সালের ১ফেব্রুয়ারি থেকে জনস্বার্থে সমাজসেবায় ব্রতী বিশ্বব্যাপী সংস্থা লায়ন্স ক্লাব।রায় মূহূর্তে কলকাতার লায়ন্স ক্লাব ইন্টারন্যাশানাল ডিস্ট্রিক ৩২২ বি ওলায়ন্স ক্লাব অব কলকাতা সফ্যয়ার এক সংগীত প্রতিভার প্রতিযোগিতার আয়োজন করেছে।৩৫ বছর ও ৩৬ থেকে ৬০ বছর বয়সীদের নিয়ে দুটি বিভাগে এই প্রতিযোগিতার অডিশন হবে ৩,৪,৫ ও ১৮ এবং ১৯ এপ্রিল দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্কের লায়ন্স চিলড্রেন পার্কে। বিশিষ্ট সংগীতজ্ঞদের নির্বাচনে বিজয়ীদের নিয়ে মূল প্রতিযোগিতা হবে , সাইন্স সিটি বিগ অডিটোরিয়ামে আগামী ,৯ জুন ।

এই উপলক্ষে কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে উদ্যোগী সংগঠনের পক্ষে জানানো হয় মূল অনুষ্ঠানের প্রবেশ মূল্য ধার্য হয়েছে ৫০০ টাকা। অনুষ্ঠান থেকে সংগৃহীত অর্থ ব্যয় করা  হবে আর্থিক দূর্বল ক্যান্সার রোগীদের চিকিৎসার জন্য। সংগঠনের সভাপতি রাহুল সি বলেন, কলকাতা দেশের সাংস্কৃতিক রাজধানী। আমরা  ক্যান্সার বিরোধী এক পদক্ষেপ নিয়েছি শিল্পের সহযোগে। রাজ্যে বহু প্রতিভা আছে যাঁরা প্রয়োজনীয় সুযোগ পায় না নিজেদের প্রতিভা প্রকাশের। আমরা সেই সুযোগ করে দিচ্ছি। বিজয়ীরা যাতে প্রতিষ্ঠিত হন বসে ব্যাপারেও আমরা সহযোগিতা করব। ক্যান্সারে আক্রান্ত এমন বহু রোগী আছেন যাঁরা আর্থিক দুর্বলতার কারণে রোগমুক্ত হতে পারেন না। আমরা সেই বঞ্চিত মানুষদের পাশে থাকছি। সেবার আরেক নাম লায়ন্স ক্লাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *