দিগদর্শন ওয়েব ডেস্ক: দেশব্যাপী ন শো স্কুল ৮ লক্ষ ছাত্রছাত্রী নিয়ে উচ্চ মাধ্যমিক স্কুল শ্রী চৈতন্য টেকনো স্কুল। দিল্লির সি বি এস ই পঞ্জীভূত এই স্কুল রাজ্যে আটটি শাখা ইতিমধ্যেই বিস্তার করেছে। শনিবার হাওড়ার লিলুয়া ক্যাম্পাসে ছিল ইন্টসো প্রাইজ ডিস্টিবিউশন। সাংবাদিক সম্মেলনে পানিহাটি শাখার প্রধান সুমিতা চক্রবর্তী বলেন আমাদের চেয়ারম্যানের উপদেশ এই প্রতিষ্ঠানে ছাত্র শিক্ষক ও অভিভাবকদের মধ্যে যেন সংযোগ থাকে। আমরা সেটা মেনে চলি। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের যে কোনো শাখায় প্রিন্সিপালের সঙ্গে অভিভাবকরা যখন খুশি দেখা করে তাঁদের বক্তব্য জানাতে পারেন। আমরা পড়াশোনার পাশাপশি ছাত্রছাত্রীদের মনস্তত্ত্ব বোঝার চেষ্টা করি। আজকের ক্ষয়িষ্ণু সমাজে ভবিষ্যতের নাগরিকদের সুস্থ মানসিকতা একান্ত কাম্য। আমরা সে ব্যাপারে সচেষ্ট থাকি। তাই যথার্থ মানুষ গড়ার কারিগর হিসেবে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
লিলুয়া শাখার প্রধান শ্রী রবিকিরণ বলেন, এই বছর রাজ্য থেকে বিশ্বমানের ইন্ডিয়ান ন্যাশনাল ট্যালেন্ট সার্চ অলিম্পিয়াড পরীক্ষায় ৭৫৫ জন ছাত্রছাত্রী নির্বাচিত হয়, এঁদের মধ্যে আমাদের প্রতিষ্ঠানের ৪৪ জন সফল হয়েছেন। এন আই টিতে আমাদের ১৫ জন সাফল্য পেয়েছেন। রাজ্যে কলকাতা সহ আমাদের ন টি শাখা আছে। ৩৯ বছরের পথচলায়।
বিজ্ঞাপন
আমাদের ছাত্রছাত্রীদের উত্তরোত্তর শ্রী বৃদ্ধি ও সাফল্য সম্ভব হয়েছে ছাত্র শিক্ষক ও অভিভাবকদের যৌথ প্রচেষ্টায়। আমরা আসানসোল, চুঁচুড়া ও মধ্যমগ্রামে নতুন শাখা দ্রুত শুরু করতে চলেছি।