দিগদর্শন ওয়েব ডেস্ক: হাতের কাছে পেন পেন্সিল থাকলে লিখে নিন ফোন নাম্বার ৭০৪৪০৭৭৬৬১। হ্যাঁ এটা বাইপাশ ধরে দক্ষিণমুখী পথে এগোলে এন এক্স হোটেলের টেবিল বুক করার নাম্বার।১৪ এপ্রিল চৈত্র সংক্রান্তির দিন সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত সাড়ে এগারটা ও নববর্ষে বেলা সাড়ে বারোটা থেকে ৪ টে পর্যন্ত থাকছে মাত্র ১৩৯৯ টাকায় এন এক্স হোটেলের বঙ্গ ব্যুফে।
এন এক্স হোটেলের কর্ণধার রাজু সহ জানালেন, বাঙালির ঐতিহ্য নববর্ষের খানাপিনা। আমরাও আমাদের গ্রাহকদের জন্য ন্যায্য দামে ব্যবস্থা করেছি সাবেকি বাঙালি রান্নার হরেক পদ। আম পোড়া শরবত থেকে মোচার চপ, অন্ধ্র স্টাইল চিলি চিকেন কলকাতা ফিস ফ্রাই, বেগুন বাসন্তী থেকে চিংড়ি মালাইকারি, চিকেন বিরিয়ানি যেমন আছে রক্ষণশীল বাঙালির কথা ভেবে বামুন বাড়ির শুক্তো, আলু দিয়ে কচি পাঁঠার ঝোল থাকছে তালিকায়। বাঙালির শুরুর পাতে গোবিন্দ ভোগ চালের ভাত আর গাওয়া ঘি থাকবে না সে কখনও হয়? সঙ্গে নারকেল দিয়ে ছোলার ডাল। মধুরেণ সমাপয়েৎ অবশ্যই কমলা ভোগ আম সন্দেশ দিয়ে। হোটেলের পক্ষ থেকে নববর্ষের জন্য বিনামূল্যে পায়েস আর দই। এবারের পেটপুজোর ঠিকানা এন এক্স হোটেল। নববর্ষের বঙ্গ ব্যুফে।