
****
দিগদর্শন ওয়েব ডেস্ক : আর্থিক দুর্বলতার কারণে আমাদের রাজ্যে বহু মেধাবী ছাত্রছাত্রীরা পড়াশুনো থেকে বঞ্চিত হন। মঙ্গলবার বিকেলে মহাজাতি সদন মঞ্চে পশ্চিমবঙ্গ মাড়োয়ারি সম্মেলন শিক্ষা কোষ কলকাতার ছাত্র স্বার্থে এক অনুপ্রেরণামূলক অনুষ্ঠানে ৪৮ টি বিদ্যালয়ের ৪৬৩ জন কৃতি ছাত্রছাত্রীদের ৩৬ তম বার্ষিক বৃত্তি প্রদান করল।
আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বিধায়ক বিবেক গুপ্তা এবং ভারত সেবাশ্রম সংঘের সাধারণ সম্পাদক স্বামী বিশ্বত্মানন্দ।স্বাগত ভাষণ দেন সংগঠনের সভাপতি ব্রহ্মানন্দ আগরওয়াল। সংগঠনের কর্মযজ্ঞের বিবরণ পেশ করে সামাজিক দায়বদ্ধতার কথা বলেন। মণীশ বাজাজ সংগঠন দীর্ঘ ৩৬ বছর ধরে কৃতি ছাত্রছাত্রীদের আর্থিক কারণে যেন শিক্ষা থেকে বঞ্চিত না হতে হয় তার ধারাবাহিক প্রচেষ্টার কথা উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন – সজ্জন কুমার বনসল, কুঞ্জবিহারী আগরওয়াল, বিশ্বম্ভর নেয়ার, শঙ্কর লাল গুপ্তা, কেশব বুবনা, নারায়ণ প্রসাদ ডালমিয়া, রতন শাহ,নির্মল কুমার আগরওয়াল, সরোজ কুমার আগরওয়াল প্রমুখ।
