চার্টার্ড একাউন্টেন্ট নয়না মোরের বইয়ের সাফল্যের উদযাপন

*******

দিগদর্শন ওয়েব ডেস্ক : সম্প্রতি মধ্য কলকাতার বিলাসবহুল রেস্তোরাঁয় চাটার্ড একাউন্টেন্ট , লেখক ও অনুপ্রেরণাদায়ক বক্তা নয়না মোর তাঁর সাম্প্রতিক ছোট গল্পের সংকলন টি কাপস অ্যান্ড টার্নিং পয়েন্টস এর – সাফল্য অনুষ্ঠানের আয়োজন করেন।

আমন্ত্রিতদের অধিকাংশই ছিলেন স্বনির্ভর মহিলারা। ছিলেন শিল্পপতি, উদ্যোগপতি, রাজনৈতিক ও কর্পোরেট দুনিয়ার মানুষ, চিকিৎসক, ফ্যাশন ডিজাইনার ও সমাজ মাধ্যমের ব্যক্তিত্বরা। নয়না মোরের বইটি ইতিমধ্যে দেশে ও বিদেশে প্রসংশিত হওয়ায় এই অনুষ্ঠান। লেখিকার দাবি, তাঁর গল্পগুলি নিছক গল্প নয় , জীবনযুদ্ধে সফল হওয়ার ক্ষেত্রে অনুপ্রাণিত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *