
******
দিগদর্শন ওয়েব ডেস্ক : অংকন সংস্কৃতিতে ততটা প্রচার না পেলেও বহুদিনের এক নান্দনিক শিল্প প্রিন্ট মেকিং। সম্প্রতি দক্ষিণ কলকাতার এক স্টুডিওতে ইন দি নেম অফ গড শীর্ষক এক প্রিন্ট মেকিং প্রদর্শনী হলো।
কিউরেটর অধ্যাপক পরাগ রায়ের পরিচালনায় রাজ্যের ২৩ জন শিল্পী তাঁদের প্রিন্ট মেকিং শৈল্পিক নিদর্শন উপস্থিত করলেন। ইন দি নেম অফ গড শীর্ষক প্রদর্শনীর বিষয় আস্থা, বিশ্বাস ও আধ্যাত্মিকতার প্রভাব মানব সভ্যতার ইতিহাসের।

প্রদর্শনীর উদ্বোধন করলেন মালটিউইন গ্রুপের ললিত কলা একাডেমির রাজ্য আধিকারিক ড: আর কে মোহন্তি, পরিচালক মুনিশ ঝাজরিয়া, কবি ও সাংস্কৃতিক বোদ্ধা সৈয়দ কাওসার জামাল।
প্রদর্শনী স্থল এ্যাট বি কাফ গ্যালারীর পরিচালক রীনা দেওয়ান জানালেন, সমাজ সংস্কৃতির ঐতিহ্য রক্ষায় এই ধরণের প্রদর্শনীর আয়োজনের উদ্দেশ্য শিল্পপ্রেমীদের সঙ্গে কলা শিল্পের এক অনন্য ধারা প্রিন্ট মেকিং সম্পর্কে আগ্রহী করে তোলা ও শিল্পীদের সৃষ্টির সঙ্গে পরিচয় ঘটানো।
যে সব শিল্পীদের শিল্পকর্ম প্রদর্শিত হলো তাঁদের মধ্যে ছিলেন অভিজিৎ মুখার্জি, অতীন বসাক, বিনীতা বন্দোপাধ্যায়, দশরথ দাস, দেবজ্যোতি ধাড়া, দিলীপ কুমার শাসমল, দীপাঞ্জল বাগলি, জয়ন্ত নস্কর, কমল মিত্র, খোকন গিরি, মানিক কুমার ঘোষ, মনোজ বৈদ্য, পরাগ রায়, পৌলা সেনগুপ্ত, রজতশুভ্র হালদার, রাজেন মণ্ডল, রমেন কাশথা, সিদ্ধার্থ ঘোষ, শ্রীকান্ত পাল, শুক্লা পোদ্দার, শ্রাবণী সরকার, শ্রেয়সী সাহা ও সুচিত্রা বারিক। এই প্রদর্শনী ১৭ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি উন্মুক্ত থাকবে কলাশিল্পের অনুরাগীদের জন্য ।
