
*****
দিগদর্শন ওয়েব ডেস্ক: আগামী ২৮ জানুয়ারি দক্ষিণ কলকাতার মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হতে চলেছে নব নালন্দা ও নব রবি কিরণের যৌথ উদ্যোগে মধুসূদন দত্তের স্মরণীয় মহাকাব্য অবলম্বনে মেঘনাদ বধ নৃত্যনাট্য। নব নালন্দার অধ্যক্ষ অরিজিৎ মিত্র জানালেন,১৯৭৬ সালে নব নালন্দার প্রতিষ্ঠাতা আর্য মিত্র এবং ভারতী মিত্র নব নালন্দা সঙ্গীত শিক্ষায়তনের পক্ষ থেকে মঞ্চস্থ করেন প্রথম মেঘনাদ বধ মহাকাব্যের নৃত্যরূপ। বিদগ্ধ মহল ও দর্শকদের প্রশংসিত এই নৃত্যনাট্যের মূল চরিত্রে ছিলেন নরেশ কুমার ও সুমিত্রা মিত্র। এরপর দ্বিতীয়বার মঞ্চস্থ হয় সংস্থার সুবর্ণজয়ন্তী বর্ষ ২০১৭ সালে।

শিল্পীতালিকা দীর্ঘ হওয়ায় দীর্ঘদিন এই নৃত্যনাট্য মঞ্চস্থ করা যায়নি।২০২৬ এ নব নালন্দা সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠানের সূচনা মেঘনাদ বধ নৃত্যনাট্য মঞ্চস্থ করার মধ্য দিয়ে।১ ফেব্রুয়ারি সংগঠনের ৬০ বছর পূর্তি। এবারের অনুষ্ঠানে মেঘনাদের ভূমিকায় থাকছেন কৌশিক চক্রবর্তী, প্রমীলার চরিত্রে মধুবনী চ্যাটার্জি। ভাষ্যে ব্যবহার করা হবে প্রয়াত বাচিকশিল্পী কাজী সব্যসাচী। ভাষ্যপাঠে থাকবেন ব্রততী বন্দোপাধ্যায় , দেবেশ রায়চৌধুরী সহ অনেকে। অংশগ্রহণে থাকবেন সংগঠনের তিনশোর বেশি শিক্ষার্থী , স্কুল শিক্ষক ও কলকাতার কিছু বিশিষ্ট শিল্পী।

