
*****
দিগদর্শন ওয়েব ডেস্ক : ছাত্রছাত্রীদের শিক্ষিত করতে শারীরিক ও মানসিক বিকাশের প্রয়োজন।৪১তম বর্ষে অন্ধ্রের প্রয়াত চিকিৎসক ও শিক্ষাবিদ ড: বি এস রাওয়ের উদ্যোগে অন্ধ্রপ্রদেশে গড়ে ওঠা স্কুল ধীরেধীরে ভারতে ও পশ্চিমবঙ্গেই গড়ে ওঠে। আগামীদিনে রাজ্যের বিভিন্ন জেলায় স্কুলের শাখা বিস্তার হতে চলেছে।

শ্রী চৈতন্য টেকনো স্কুলের রাজ্য প্রধান রবিকিরণ কদমবালা সাংবাদিকদের বলেন , হায়দ্রাবাদে আয়োজিত সর্বভারতীয় স্পোর্টস মিটে অংশগ্রহণের সুযোগ দিতে শ্রীরামপুরে এরাজ্যের শাখা স্কুলগুলির ড : বি সি রাও মেমোরিয়াল ন্যাশনাল স্পোর্টস মিটের আয়োজন করেছে শ্রী চৈতন্য টেকনো স্কুল।আধুনিক বিজ্ঞানসম্মতভাবে শিক্ষা প্রদানের সঙ্গে ছাত্রছাত্রীদের বহুমুখী সুপ্ত প্রতিভার আমরা উন্মোচন করি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে।প্রতিদিনকার লেখাপড়ারসঙ্গে অতিরিক্ত পছন্দের ক্রীড়াসংস্কৃতিতে আমরা ছাত্রছাত্রীদের উৎসাহিত করি। শিক্ষার ব্যবস্থা করি। প্রতিষ্ঠানের ৪১ তম বর্ষে শ্রীরামপুরের একটি ঐতিহ্যমন্ডিত মাঠে আমরা আন্ত:রাজ্য ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছি। এখান থেকে আমরা বিজয়ীদের নিয়ে যাবো হায়দ্রাবাদ। সেখানে মূল প্রতিযোগিতায় ২২ টি রাজ্যের আমাদের হাজার স্কুল থেকে রাজ্য পর্যায়ে বিজয়ীরা জড় হবে। সেখানে হবে অন্তিম প্রতিযোগিতা। আমরা শিক্ষার পাশাপাশি আমাদের ছাত্রছাত্রীদের শারীরিক বিকাশ ও মানসিক বিকাশে লক্ষ্য রাখি। অভিভাবকদের সহযোগিতা আর ছাত্র- শিক্ষক, কর্মচারীদের উৎসাহে এই স্পোর্টস একঅসাধারণ মাত্রা এনে দেয়। রাজ্যের বিভিন্ন জেলা ও প্রান্ত থেকে শ্রী চৈতন্য টেকনো স্কুলের পাঁচশ ছাত্রছাত্রী এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়েছে।
মঙ্গলবার আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীরামপুরের বিধায়ক ডা: সুদীপ্ত রায়। বিশেষ অতিথি ছিলেন শ্রীরামপুর পৌরসভার চেয়ারম্যান গিরিধারী সাহা, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, শ্রীরামপুর পৌরসভার সি আই সি সন্তোষকুমার সিং, শ্রীরামপুরের এসিপি শুভঙ্কর বিশ্বাস, ডেপুটি ম্যাজিস্ট্রেট সুমন মণ্ডল, সমাজকর্মী নিরঞ্জন সাহা, আঞ্চলিক ভি১৬ নং ওয়ার্ডের পৌরমাতা চিনু দাস,২৫ নং ওয়ার্ডের পৌরমাতা শর্মিষ্ঠা দাস , শ্রীরামপুর স্পোর্টিং ক্লাবের সম্পাদক ধনঞ্জয় হাতি ও শ্রীরামপুরের আই সি সুখময় চক্রবর্তী।
এদিনের অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করার জন্য সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান স্কুলের চেয়ারপার্সন ঝাঁসি লক্ষ্মী বাই ও পরিচালকমন্ডলীর সীমা, সুষমা, শ্রীধর,নগেন্দ্র প্রমুখ। দলগত সংহতি ও খেলোয়াড়চিত মানসিকতা গঠনে স্কুলের তরফ এই আয়োজন ছাত্রছাত্রীদের মনে এক সুদৃঢ় চেতনার উন্মেষ ঘটাবে এই আশা করেন।
