জয়পুর ঘরানার তিনদিন ব্যাপী অলংকার প্রদর্শনী শুরু হলো শুক্রবার তাজ বেঙ্গল হোটেলে

****

দিগদর্শন ওয়েব ডেস্ক : বাংলার গয়না শিল্পের পাশপাশি রাজস্থানী গয়নার এক আলাদা ঐতিহ্য আছে। বিশেষকরে জয়পুর ও বিকানীর ঘরানার। শুক্রবার থেকে কলকাতার তাজ বেঙ্গল হোটেলে তিনদিনব্যাপী জয়পুরের বিখ্যাত জে কে জে জুয়েলার্স এক জয়পুরের ঐতিহ্যের গয়নার প্রদর্শণী ও বিক্রির ব্যবস্থা করেছে। আমন্ত্রিত হচ্ছেন গয়না বিশেষজ্ঞ , সংগ্রাহক ও সমঝদার ক্রেতারা।২০২৬ ভাবা কালেকশন নিয়ে হাজির জে কে জুয়েলার্স এর পক্ষে কর্ণধার যতীন মোসুন বলেন,১৮৬৮ সাল থেকে এই সংস্থা উত্তরাধিকার সূত্রে অলঙ্কার শিল্পের জয়পুরী ঘরানার ঐতিহ্য বহন করে চলেছে।

যতীন মোসুন আরও বলেন, সত্যনারায়ণ মোসুন গ্রুপের আট প্রজন্মের ঐতিহ্যে জেকেজে জুয়েলার্স বিশ্বজুড়ে পোলকি ও হেরিটেজ জুয়েলারিতে দক্ষতার প্রমাণ দিয়ে আসছে। প্রতিটি নকশা নিজস্ব। সান্দুক পর্যায়ের প্রতিটি গয়নার ডিজাইন একটি মাত্র।

সংস্থার আর এক কর্ণধার রাহুল মোসুন বলেন, শতাব্দী প্রাচীন ঐতিহ্য আর গয়নার বস্তুগত মান একশো শতাংশ খাঁটি। তাই সান্দুক পর্যায়ের গয়না শুধু গয়না নয় জয়পুরের ঐতিহ্য। সংস্থার বিজনেস ডেভলপমেন্ট ম্যানেজার অনুরাগ রাই বলেন, বাইব্যাক গ্যারান্টি প্রমাণ করে আমাদের গয়নার মান। তিনদিনের এই প্রদর্শনীতে থাকছে কেনাকাটার সঙ্গে সোনা বা রুপোর কয়েন জেতার অফার। জয়পুরের চারটি শোরুম ছাড়াও কলকাতায় রয়েছে বড়বাজারে একটি শোরুম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *