বিনামূল্যে টু হুইলার বা থ্রি হুইলারইভি গাড়ি নিন, অংশীদার হয়ে তিরিশ হাজার রোজগারের দিশা দিচ্ছে এ্যারালিয়াস এজেন্সি

******

দিগদর্শন ওয়েব ডেস্ক: ডেলিভারি রাইডার হিসেবে কাজের জগতে বৈপ্লবিক সুযোগ এনেছে একটি প্যান ইন্ডিয়া ইলেকট্রিক মোবিলিটি সংস্থা এ্যারালিয়াস এজেন্সি এলএলপি ! কলকাতায় এসেছে ভার্ট ই ভি । ডেলিভারি রাইডার, ফ্লিট অপারেটর, ছোট ব্যবসায়ী বা ব্যক্তিগত ব্যবহারের জন্য নামমাত্র ভাড়ায় টু হুইলার বা থ্রি হুইলার ইলেকট্রিক ডেলিভারি ভ্যান নিয়ে ব্যবসা করুন একসঙ্গে পুঁজি লাগিয়ে গাড়ি না কিনে। অংশীদারী শর্তে এই সুযোগে রোজগার হতে পারে মাসিক তিরিশ হাজার টাকা কমপক্ষে। এমনই দাবি, সংস্থার ডিরেক্টর রবি শেখরের।

রবি শেখর বলেন, গিগ ইকোনমিতে কর্মসংস্থান সৃষ্টিতে এই উদ্যোগ সুদূরপ্রসারী ভূমিকা নিচ্ছে। নেই কোনো ডাউন পেমেন্ট। নেই রক্ষণাবেক্ষণের দায়, সার্ভিসিং, রোডসাইড অ্যাসিটেন্স ও গাড়ির বীমা খরচের চিন্তা। তবে আধার , প্যান, ড্রাইভিং লাইসেন্স ও পুলিশ ভেরিফিকেশন জরুরি।

এজেন্সি পার্টনার শ্রদ্ধয় কাসেরা বলেন,২০৩০ সালের মধ্যে শহরে দূষণ হ্রাস করার লক্ষ্যে এই প্রকল্প ভারতে সর্বত্র ছড়িয়ে দেওয়া হবে। প্রতিটি গাড়ির সর্বোচ্চ গতিবেগ ৮০ থেকে ৯৫ কিলোমিটার প্রতি ঘণ্টায়। থাকছে শহরে চার্জিং সুযোগ। ইলেক্ট্রিকথ্রি হুইলারের ক্ষেত্রে একটি বি টু বিপার্টনার মডেল নির্ধারিত। যা রেভিনিউ শেয়ারিংয়ের চুক্তিতে থাকবে। সুতরাং কর্মী নয়, অংশীদার হয়ে কাজের সুযোগ যথাযোগ্য সম্মানের সঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *