
*****
দিগদর্শন ওয়েব ডেস্ক: ২০ ও ২১ ডিসেম্বর দক্ষিণ কলকাতার হিন্দুস্থান ক্লাব প্রাঙ্গণে ক্লাব কর্তৃপক্ষ আয়োজন করে উইন্টার ওয়ান্ডারল্যানের ক্রিসমাস কার্নিভাল। শীতের পরশে বিকেল থেকে রাত বয়স্ক হওয়ার প্রাক মুহূর্তে পর্যন্ত লন্ডনের অনুভূতি আনতে ছোটদের জন্য এক কার্নিভালের আয়োজন করা হয়। বাইবেলের নিউ টেস্টামেন্টে উল্লেখ আছে , একবার যীশু যখন ভক্তদের সঙ্গে মিলিত হন, শিশুরা তাঁর কাছে আসতে চায়। শিষ্যরা গতিরোধ করে থাকায় যীশু বলেছিলেন , শিশুদের আমার নিকট আসতে দাও। ওরাই স্বর্গরাজ্য রচনা করবে।
হিন্দুস্থান ক্লাবের আয়োজিত এই কার্নিভালে ছোটদের সঙ্গে তাদের অভিভাবকেরাও আনন্দে মেতে ওঠেন। মেলায় ছিল নানা আকর্ষণীয় রাইড, লাইভ মিউজিক, সৃজনশীল ডি আই ওয়াই অ্যাক্টিভিটি স্টেশন, সান্তা পোস্টকার্ড কর্ণার স্নো শাওয়ার এফেক্ট। জ্বলজ্যান্ত সান্তা ক্লজ, জোকার সেজে শিল্পীরা শিশুদের চোখেবিষ্ময় ফুটিয়ে তোলেন। বাড়ি ফেরার পথে রং পেন্সিল ও রেখা আঁকা ছবি লাল ব্যাগে উপহার পেয়ে আরও খুশি তারা।
হিন্দুস্থান ক্লাবের সভাপতি সঞ্জয় গোয়েঙ্কা বলেন, ক্লাব বরাবর অর্থবহ সাংস্কৃতিক ও সামাজিক উদ্যোগের মাধ্যমে পারস্পরিক বন্ধন দৃঢ় করার গুরুত্ব দিয়ে এসেছে। এই কার্নিভাল শিশুদের নিরাপদ , সুশৃংখল ও এক স্মরণীয় ক্রিসমাস উদযাপনের ব্যবস্থা করা হয়েছে। অভিভাবকদের ও এক সুযোগ মিলেছে নিজেদের শৈশবের নস্টালজিয়ায় ফিরে যাওয়ার। ইভেন্ট কো -অর্ডিনেটর লাবণ্য গোয়েঙ্কা বলেন গত বছর লন্ডনে আমি দেখেছিলাম, সেখানকার শিশুরা কেমন ক্রিসমাস উদযাপন করে। সেই স্মৃতির রেশ ধরেই ক্লাবে আয়োজন করা হলো এই কার্নিভাল। হিন্দুস্থান ক্লাব পারিবারিক ঐতিহ্যের এক প্রতীক।
