
*****
দিগদর্শন ওয়েব ডেস্ক: প্রকৃতি ও বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে রয়েছে নৃত্যের লীলা।তোমার বিশ্ব -নাচের দোলায় দোলায় বাঁধন পরায় বাঁধন যায়। বলেছিলেন রবীন্দ্রনাথ। সম্প্রতি সল্টলেক বিদ্যাভবন মঞ্চে সন্তোষপুর প্রবাহ কলাভূমি মিনিস্ট্রি অফ কালচার গভর্মেন্ট অফ ইন্ডিয়া ও ভারতীয় বিদ্যা ভবন এর সহযোগিতায় আয়োজন করে ক্রিয়েটিভিটি কনফ্লুয়েন্স। উপলক্ষ নৃত্যসম্রাট উদয়শঙ্করের ১২৫ তম জন্মজয়ন্তী।

বক্তাদের মধ্যে ছিলেন মমতাশঙ্কর, প্রীতি প্যাটেল, সোমনাথ কুট্টি, জোনাকি সরকার অসীমবন্ধু ভট্টাচার্য, কলামন্ডলম কলকাতা, ড্যান্সার গিল্ড। অনুষ্ঠানের শুরু গণেশ বন্দনা দিয়ে। নৃত্য কর্মশালার অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন প্রবাহর কলাভূমির প্রতিষ্ঠাতা নটশ্রী দেবযানী চ্যাটার্জি। নৃত্য শুধু এক শৈল্পিক বিষয় নয়, নৃত্য একটি দর্শন, একটি আধ্যাত্মিক বিকাশ, মানসিক ও শারীরিক বিকাশের একটি শৈল্পিক চর্চা। আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিত্বরা প্রত্যেকেই সংবর্ধিত হন। প্রত্যেকেই এই অনুষ্ঠান আয়োজনের জন্য অভিনন্দন জানান নৃত্যশিল্পী দেবযানী চ্যাটার্জিকে।

উদয়শঙ্করের ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে রবীন্দ্রনাথ ও উদয়শঙ্করের প্রতি শ্রদ্ধার্ঘ্য মনে করিয়ে দেয় রবীন্দ্রনাথের উদয়শঙ্করের প্রতি এক উক্তি। রবিকবি বলেছিলেন, উদয়শঙ্কর, তুমি নৃত্যকলাকে সঙ্গিনী করেছ ।মাতৃভূমি তোমার জন্য রচনা করে রেখেছে জয়মাল্য নয়,আশীর্বাদপূত বরমাল্য।
