নারী সুরক্ষা ও সচেতনতা লক্ষ্যে দি বেঙ্গল অবস্ট্রেটিক এন্ড গাইনকোলজিকাল সোসাইটির বার্ষিক সম্মেলন বগস্কন ৪৯

দিগদর্শন ওয়েব ডেস্ক: ১৯৩৬ এ স্থাপিত হলেও দি বেঙ্গল অবস্ট্রেটিক এন্ড গাইনোকলজিকাল সোসাইটির বার্ষিক সম্মেলন হচ্ছে গত ৪৮ বছর ধরে।৪৯ তম বর্ষে এবার সম্মেলনের থিম নারী সুরক্ষা ও সচেতনতা। সমীক্ষায় প্রকাশ, বিশ্ব তথা ভারতে ব্রেস্ট ক্যানসার ও সরভাইকাল ক্যান্সারে আক্রান্ত হওয়া ওর মৃত্যুর ঘটনায় মেয়েদের প্রবণতা বেশি। সুতরাং ভবিষ্যতের সুস্থ সবল নাগরিকতৈরির জন্য নারীর স্বাস্থ্য সুরক্ষার দিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।

বারো’শ সদস্যের সোসাইটির তাই কলকাতা ওরবিভিন্ন জেলার ৫ থেকে ১১ বছর বয়সী মেয়েদের তাদের অভিভাবকদের সম্মতিক্রমে বিনামূল্যে ক্যান্সার প্রতিরোধী দুটি ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছি। সেইমত কাজ চলছে। তিনদিনব্যাপী সম্মেলনের শুরুতে সংগঠনের পক্ষে আয়োজিত একটি সাংবাদিক সন্মেলনে একথা জানালেন সংগঠনের সভাপতি ডা: এম এম সামসুজ্জোহা ও সম্পাদক ডা: তুলিকা ঝা। সারা ভারত ছাড়াও ফ্রান্স, ও ইউ কে থেকে এসেছেন প্রতিনিধি।

সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন ডা: দিব্যেন্দু ব্যানার্জি, ডা: সেবন্তি গোস্বামী , সংগঠনের সর্বভারতীয় স্তরের নতুন বছরে নির্বাসিত ডা: ভাস্কর পাল প্রমুখ। তিনদিনব্যাপী সম্মেলনের প্রথম দিনে ছিল একটি আলোচনা সভা। যোগ দেন ডা: দিব্যেন্দু ব্যানার্জি, ডা: সেবন্তী গোস্বামী, হেরিটেজ স্কুলের প্রিন্সিপাল সীমা সপ্রু, ক্যালকাটা ক্লাবের সভানেত্রী কস্তুরী রাহা, অভিনেত্রী দেবলীনা দত্ত, সাংবাদিক প্রিয়াঙ্কা রায় ও শিক্ষাবিদ অভিজিৎ গাঙ্গুলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *