******
দিগদর্শন ওয়েব ডেস্ক : ভারত ছিল ইংরেজের উপনিবেশ। ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক নাবিকের লেখা তথ্য থেকে জানা যায়, ১৭২১ সালে গুজরাটের বরোদার কাছে ক্যাম্বেতে ইংরেজরা বিনোদনে ক্রিকেট খেলা শুরু করেছিল।১৭৯২ সালে ভারতে প্রথম গড়ে ওঠে ক্রিকেট ক্লাব। এই কলকাতাতেই। ১৮৬৪ সালে প্রথম ফাস্ট-ক্লাস ক্রিকেট ম্যাচ। আর্ন্তজাতিক ম্যাচ ১৯৩২ সালে ইংল্যাণ্ডের বিরুদ্ধে। প্রথম অধিনায়ক ছিলেন সি কে নাইডু। বাংলার প্রথম ক্রিকেটার ছিলেন প্রবীর সেন। এরপর হুগলির নদীতে জল অনেক গড়িয়েছে। কর্পোরেটের হাত ধরে ভারতের ক্রিকেট বিশ্বের সেরা তালিকায় অন্যতম। ফলে ক্রিকেটপ্রেমী ভারতীয় জনগণ ক্রমশ জনপ্রিয়তার চূড়োয় নিয়ে গেছেন ক্রিকেট খেলাটিকে। এবার বাড়তি আকর্ষণ আন্তর্জাতিক মাঠে দেশের মহিলা ক্রিকেটারদের সাফল্য ।
একদিকে ভারতীয় মানুষের জনপ্রিয়তা অন্যদিকে ক্রিকেট খেলোয়াড়ের তালিকায় উজ্জ্বল উপস্থিতির যুগলবন্দিতে ক্রিকেট এখন ভারত তথা বাংলার অন্যতম পার্বণ। আর্থিক উপদেষ্টা আনন্দ গুপ্তা তাঁর আনন্দ ফিনান্সিয়াল সার্ভিসেসের উদ্যোগে গত ছ় বছর ধরে ক্রিকেটপ্রেমী মহিলার পুরুষদের বিভিন্ন দলে ভাগ করে মেতে ওঠেন ক্রিকেট পার্বণে।এবার সপ্তম বছরে। দুদিনব্যাপী অনুষ্ঠানে চলতি বছরে অংশ নিচ্ছে ১০ টি দল। ছটি পুরুষ ও চারটি মহিলা দল। এই খেলার আয়োজনের মধ্য দিয়ে সামাজিক মৈত্রীর বার্তা আমরা তুলে ধরছি। খেলোয়াড়রা কেউ পেশাদার খেলোয়াড় নন। মূলত উদ্যোগপতি ও ব্যবসায়ী জীবিকায় নিজেদের প্রতিষ্ঠিত করেছেন।
